সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম পাকিস্তান। ‘মাদার অফ অল ব্যাটল’ হিসেবে পরিচিত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য দীর্ঘদিন বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। তাই আইসিসি টুর্নামেন্টে ভারত-পাক মহারণের দিকেই তাকিয়ে থাকেন দর্শকরা। গ্যালারিতে উপচে পড়ে সমর্থকদের ভিড়। অথচ রবিবাসরীয় কলম্বো সাক্ষী থাকল একেবারে উলটো ছবির! প্রেমদাসা স্টেডিয়ামের অনেকটাই ফাঁকা। ৮ হাজারেরও বেশি টিকিট নাকি বিক্রিই হয়নি!
কিন্তু কেন? ভারত-পাকিস্তান লড়াই থেকে হঠাৎ কেন মুখ ঘুরিয়ে নিলেন দর্শকরা। কেন এমন অনীহা? এবার সামনে এল কারণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দামের কিছু স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, এই ম্যাচের ব্লক এ লোয়ার লেভেলের টিকিট মূল্য ২৪ হাজার টাকা! আপার লেভেলেন টিকিট বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়। যেখানে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ৩২০০ এবং ১৯২০ টাকায়।
[আরও পড়ুন: ‘স্যর, আপনার নেতৃত্বেই ভারত ঐক্যবদ্ধভাবে এগোবে’, জি-২০’র সাফল্যে মোদি-বন্দনা শাহরুখের]
আর ঠিক এই কারণেই মাঠে গিয়ে ম্যাচ দেখার ইচ্ছে কার্যত হারিয়েছেন সমর্থকরা। এমনিতেই শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। প্রায় দেউলিয়া হয়ে যাওয়া দ্বীপরাষ্ট্র ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এহেন পরিস্থিতিতে ম্যাচের টিকিটের দাম এমন আকাশ ছোঁয়া হওয়ায় স্টেডিয়ামমুখী হননি বেশিরভাগ দর্শক। ৪৮ হাজার টাকা খরচ করে বিলাসিতা করার মতো অবস্থা তাদের নেই।
ইতিমধ্যেই টিকিট মূল্যের জন্য তোপের মুখে পড়তে হয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC)। প্রায় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস থাকা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন নিয়েও একহাত নেওয়া হয়েছে এসিসিকে। আর এবার ভারত-পাক ম্যাচে গ্যালারি ফাঁকা থাকায় সমালোচনার মুখে আয়োজকরা।