সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাপ সাপের বন্ধু হতে পারে, মানুষের মানুষের বন্ধু হতে পারে না।’ এই গ্রহের অন্য প্রাণীদের বন্ধু হওয়া তো বহুদূরের কথা। অবলা পশুর উপর মানুষের নির্মমতার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটছে ছাগলবোঝাই একটি ট্রাক। আচমকা ট্রাক থেকে একের পর এক ছাগল ছুড়ে ফেলা হতে থাকে রাস্তায়। এভাবেই চলন্ত ট্রাক থেকে ছাগল চুরি করা হচ্ছিল বলে জানা গিয়েছে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) একটি হাইওয়ের। যদিও যে ব্যক্তি ভিডিও শেয়ার করেছেন, তাঁর মতে, ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর-উন্নাও হাইওয়ের। উন্নাও পুলিশ অবশ্য জানিয়েছে, এটি মহারাষ্ট্রের ইগতপুরী-ঘোটি হাইওয়ের ঘটনা। যদিও এই বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নয় নেটিজেনরা। তাঁরা হতভম্ব হয়ে গিয়েছেন চুরির অভিনব কায়দা দেখে। যে নির্মমতার চরম উদাহরণও বটে।
[আরও পড়ুন: ‘রাজীব গান্ধীর দেহের এক টুকরোও মেলেনি’, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে আজম খান]
ভিডিও ভাইরাল হতেই সরব হন নেটিজেনরা। অবলা পশুর উপর নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। অনেকের বক্তব্য, ছাগল চুরির ঘটনায় আদতে বখরা হবেন ট্রাকচালক। তাকে জবাব দিতে হবে, কোথায় গেলে দশটি ছাগল।