shono
Advertisement

পরনে রঙিন ঘাগরা, হাতে চুড়ি, প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গুর প্রচারে বহুরূপী ‘গোলাপসুন্দরী’

ডেঙ্গু সচেতনতায় পথে 'গোলাপসুন্দরী'।
Posted: 01:23 PM Sep 10, 2023Updated: 02:15 PM Sep 10, 2023

সুমন করাতি, হুগলি: এবার ডেঙ্গু সচেতনতায় পথে ‘গোলাপসুন্দরী’। বাল্যবিবাহ রোধ ও শিশু নিগ্রহ মতোন ঘটনায় সমাজকে সচেতন করতে বারবার এগিয়ে এসেছেন বহুরূপী ‘গোলাপসুন্দরী’, ওরফে শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। বহুরূপী সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ নিরলসভাবে করে চলেছেন খানাকুল থানার মাচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Advertisement

পরনে রঙিন ঘাগরা। হাতে চুড়ি। সঙ্গে পোস্টার। এভাবেই ‘গোলাপসুন্দরী’ সেজে ওঠেন তিনি। মানুষকে বোঝাতে, সমাজকে সচেতন করতে এই প্রধান শিক্ষকের আশ্রয় ‘গোলাপসুন্দরী’র সাজ। এই সাজে সমাজকে সচেতনতার বার্তা দেন তিনি। শুধু বাংলা নয়, রাজ্যের বাইরেও দিল্লি পর্যন্ত পৌঁছেছেন।

[আরও পড়ুন: জানুয়ারির এই তারিখেই উদ্বোধন রাম মন্দিরের! তারপরই লোকসভা ভোট ঘোষণার সম্ভাবনা]

এবার সেই সাজে ডেঙ্গু সচেতনতায় তারকেশ্বরে প্রচার চালান গোলাপসুন্দরী ওরফে শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। এই দিন তারকেশ্বরের বাজার, বাসস্ট্যান্ড, পদ্মপুকুর মোড়, চাউল পট্টি,জয়কৃষ্ণ বাজার-সহ সমস্ত শহরে বিভিন্ন প্রান্তে প্ল্যাকার্ড হাতে প্রচার করেন। সচেতন করেন পথচলতি সাধারণ মানুষকে।

 

এ বিষয়ে বহুরূপী ‘গোলাপসুন্দরী’খ্যাত শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, “আমি সমস্ত বিষয়েই মানুষকে সচেতন করার কাজ চালাই। কিন্তু এখন ডেঙ্গুর বাড়বাড়ন্ত হয়েছে তাই মানুষকে সচেতন করতে পথে নেমেছি। একা সরকারের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেক মানুষের উচিত একসঙ্গে সচেতন হয়ে ডেঙ্গু রুখে দেওয়া। মানুষ সচেতন হলেই ডেঙ্গু রোখা সম্ভব হবে।”

[আরও পড়ুন: মাঝরাতের গোপন চিঠিতে ব্রাত্যর নামে নালিশ? রাজ্যপালের জোড়া ‘পত্রবোমা’ ঘিরে তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার