সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেগা নিলামের প্রথম দিন বেশ অনেকটাই গাঁটের কড়ি খরচ করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। বিরাট অঙ্কে শ্রেয়স আইয়ারকে দলে তুলে নিল শাহরুখ খানের দল। দলে ফিরিয়ে আনা হল অ্যাশেজ জয়ী অজি ক্যাপ্টেস প্যাট কামিন্সকেও।
শনিবারের নিলামে (IPL Auction 2022) বিক্রি হলেন মোট ৭৪ জন ক্রিকেটার। কেউ প্রত্যাশার চেয়েও বেশি দাম পেলেন তো কেউ আবার দলই পেলেন না। ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে দড়ি টানাটানি করে এদিন মোট পাঁচজন ক্রিকেটারকে তুলে নেয় কেকেআর। সবচেয়ে বেশি দাম দিয়ে দলে নেওয়া হল শ্রেয়সকে। ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনল দল। দলে ইয়ন মর্গ্যানের পরবর্তী অধিনায়ক হিসেবেই ভাবা হচ্ছে তাঁকে। নীতীশ রানাকে ৮ কোটি টাকার বিনিময়ে পেল কেকেআর।
[আরও পড়ুন: প্রত্যাশার চেয়েও বেশি দামে বিকোলেন কারা? কোন তারকা অবিক্রিত? দেখে নিন একনজরে]
এদিনে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জেতানো তারকা প্যাট কামিন্সকেও ফের দলে নিতে সফল নাইট শিবির। ৭ কোটি ২৫ লক্ষ টাকায় বেগুনি জার্সি গায়ে তুলবেন তিনি। অধিনায়ক না হলেও তাঁকে সহ-অধিনায়ক করা হতেও পারে। অন্য দলগুলির সঙ্গে লড়াইয়ে দর উঠল শিবম মাভিরও। ফাস্ট বোলারকে শেষমেশ ৭ কোটি ২৫ লক্ষ টাকায় নিল নাইট শিবির। উইকেটকিপার-ব্যাটার হিসেবে ৬০ লক্ষ টাকায় কেকেআরে নেওয়া হল শেলডন জ্যাকশনকে। এছাড়া কেকেআর রেখে দিয়েছে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে।
অলরাউন্ডার শাহরুখ খানকেও নিতে শুরুতেই ঝাঁপায় কেকেআর (KKR)। তবে শেষমেশ বাজিমাত করে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ৯ কোটি টাকায় শাহরুখকে কিনে নেয় পাঞ্জাব। দিনের শেষে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা রইল নাইটদের হাতে।
এবার একনজরে দেখে নেওয়া যাক প্রথম দিনের নিলাম শেষে কোন দলের পার্সে কত টাকা অবশিষ্ট রইল।
পাঞ্জাব কিংস- ২৮.৬৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ২৭.৮৫ কোটি
চেন্নাই সুপার কিংস- ২০.৪৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ- ২০.১৫ কোটি
গুজরাট টাইটান্স- ১৮.৮৫ কোটি
দিল্লি ক্যাপিটালস- ১৬.৫০ কোটি
রাজস্থান রয়্যালস- ১২.১৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৯.২৫ কোটি
লখনউ সুপার জায়ান্ট- ৬.৯০ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ১২.৬৫ কোটি