সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে চালক ঘন ঘন ট্রিপ বাতিল করেন তাঁকে পছন্দ করে না অ্যাপ ক্যাব সংস্থা। অথচ সেই কৌশলেই লাখপতি আমেরিকার (America) এক উবের চালক। অপছন্দের ট্রিপ বাতিল করে গত এক বছরে ভারতীয় মুদ্রায় ২৩ লাখ টাকা উপার্জন করেছেন তিনি। একাধিক বাতিলের পর পছন্দের ট্রিপে ভাড়া খাটলে আখেরে লাভ হয় চালকেরই, সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই অ্যাপ ক্যাব চালক।
নেট পাড়ায় হইচই ফেলে দেওয়া ক্যাব চালক জানিয়েছেন, সাধারণত ৩০ শতাংশ ট্রিপ বাতিল করে দেন তিনি। যখন গাড়ির চাহিদা থাকে, কেবল তখনই রাস্তায় নামেন তিনি। যেমন, শুক্র ও শনিবার বিমানবন্দর চত্বরে রাত ১০টা থেকে রাত আড়াইটে পর্যন্ত গাড়ির চাহিদা বেশি থাকায়, সেখানে হাজির হন। এই সুযোগে বাড়তি উপার্জন করেন।
[আরও পড়ুন: ‘প্যালেস্টাইনের সঙ্গ ছাড়িনি’, ‘চাপের মুখে’ বন্ধু ইরানকে আশ্বাস মোদির]
কতকটা ভারতের বিভিন্ন শহরের পুরনো ট্যাক্সি ড্রাইভারদের কৌশলে আয় বাড়াতে সফল ওই ক্যাব চালক। তিনি জানিয়েছেন, “সেই পথেই যাত্রী পরিষেবা দিই, যেখান থেকে ফেরার রাস্তায় গ্রাহক মেলে। নচেত ট্রিপ বা রাইড বাতিল করে দিই।” অর্থাৎ লাভজনক ট্রিপ পেতে, ঘন ঘন ট্রিপ বাতিল করতে হয় তাঁকে। এভাবেই ১৫ হাজার ট্রিপ থেকে গত বছর আয় করেছিলেন ২৮ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ লক্ষ ২৮ হাজার টাকা। উল্লেখ্য, সাধারণত চালকের ঘন ঘন ট্রিপ বাতিল পছন্দ করে না অ্যাপ ক্যাব সংস্থা। যদিও এর ফলে উবের চালককে কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি বলেই জানা গিয়েছে।