সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফর্সা-কালো, রোগা-মোটা, লম্বা-বেঁটে। অনেক ক্ষেত্রেই এক পক্ষ আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। এর জন্য দায়ী সহনাগরিকেরা তথা সমাজ। খর্বকায় ব্যক্তিকে ছোট করা হয়। মানুষের ‘উচ্চতা’ একমাত্র মেধার দাড়ি-পাল্লাতেই মাপা সম্ভব, একথা জানার পরেও। আত্মীয়-বন্ধু থেকে শুরু করে সুন্দরী বান্ধবী… সকলেই ব্যঙ্গ করতেন আমেরিকার (America) বাসিন্দা বছর একচল্লিশের মোজেস গিবসনকে। যেহেতু গড় আমেরিকানদের তুলনায় তাঁর উচ্চতা ছিল নেহাতই কম। শেষ পর্যন্ত মোটা টাকায় যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার করে ৫ ইঞ্চি লম্বা হলেন যুবক।
গিবসনের বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে। পেশায় সফট ইঞ্জিনিয়ার এবং পার্ট টাইম উবের ড্রাইভারও। অর্থাৎ অর্থ নিয়ে ঝামেনা নেই। মাচো লুকের অধিকারী। স্বাস্থ্যবান সুপুরুষও। একমাত্র অস্বস্তির কারণ উচ্চতা। ৫ ফুট ৫ ইঞ্চির গিবসনকে বেটে বলে ব্যঙ্গ করত বন্ধুরা। সুন্দরীরা পাত্তা দিত না। আত্মবিশ্বাসে চিড় ধরে যুবকের। মন খারাপে ঢুবে যান গিবসন। ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন। যুবকের কথায়, ওই সময় “কোনও কিছুই ভাল লাগছিল না আমার।” তখনই কঠিন সিদ্ধান্ত নেন। শারীরিক উচ্চতা বাড়াতে মোটা টাকা খরচে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচার ছিল রীতিমতো যন্ত্রণাদায়ক।
[আরও পড়ুন: ওড়িশার হনুমান জয়ন্তীর মিছিলে অশান্তি, অনির্দিষ্টকালের জন্য কারফিউ সম্বলপুরের বিস্তীর্ণ এলাকায়]
ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করে দুই পর্বে অস্ত্রোপচারে ৫ ইঞ্চি উচ্চতা বেড়েছে গিবসনের। প্রথম পর্বের অস্ত্রোপচার হয় ২০১৬ সালে। সেবার ৩ ইঞ্চি উচ্চতা বেড়েছিল। গত মার্চে দ্বিতীয় দফাই অস্ত্রোপচারে বেড়েছে আরও ২ ইঞ্চি উচ্চতা। এখন মোজেস গিবসন ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা। বর্তমান উচ্চতায় তিনি খুশি, জানিয়েছেন যুবক। গিবসন বলেছেন, “প্রথম অস্ত্রোপচারের পর থেকেই মহিলাদের সঙ্গে কথা বলতে আর অস্বস্তি হচ্ছে না আমার। এখন বান্ধবীও আছে আমার।”