সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য৷ অন্তত তা দেখে তিনি চমকেই গিয়েছিলেন৷ দেখলেন, হাসপাতালের একটি ঘরে গর্ভবতী রমণীরা যাচ্ছেন৷ অথচ যখন বেরচ্ছেন তখন আর সন্তানধারণের কোনও চিহ্ন নেই তাঁদের শরীরে৷ দুঃখ পেয়েছিলেন৷ বুঝেছিলেন ওই ঘরেই অবাঞ্চিত সন্তানদের নষ্ট করছেন হবু মায়েরা৷ সমাজের চোখের সামনেই যা হত্যা ছাড়া আর কিছুই নয়৷ কিন্তু তিনি আর কী করতে পারেন! অবশ্য কিছুই যে করতে পারেন না তা তো নয়৷ আর তাই ভিয়েতনামের টং ফুওক ফুক যা করলেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো৷
তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৫ বছর৷ এখন একরকম অনাথ আশ্রম হয়ে উঠেছে তাঁর আবাস৷ প্রায় ১০০ জন অনাথ তাঁর স্নেহে বড় হয়ে উঠছে৷ তাতে কি গর্ভপাতের রেওয়াজ কমেছে? টং ফুওক ফুক জানান, অন্তত ১০০ টি হলেও গর্ভপাত তো তিনি কমাতে পেরেছেন৷ তাঁর এই প্রচেষ্টাকে তাই কুর্নিশ না জানিয়ে পারছে না গোটা বিশ্ব৷
The post গর্ভপাত রুখতে অন্যের সন্তান পালন করে চলেছেন ইনি appeared first on Sangbad Pratidin.