shono
Advertisement

আদালতের পর্যবেক্ষণে তুতিকোরিন কাণ্ডের তদন্ত করুক সিবিআই, মামলা দায়ের সুপ্রিম কোর্টে

ঘটনার প্রতিবাদে চলছে বনধ৷ The post আদালতের পর্যবেক্ষণে তুতিকোরিন কাণ্ডের তদন্ত করুক সিবিআই, মামলা দায়ের সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM May 25, 2018Updated: 03:16 PM May 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুতিকোরিনে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানার উৎপাদন বন্ধের দাবিতে জোট বেঁধেছিলেন সাধারণ বাসিন্দারা৷ পরিবেশ দূষণ রোধে জীবন দিয়ে গড়ে তুলেছিলেন প্রতিবাদ৷ স্থানীয়দের মিলিত প্রতিবাদের থামাতে গুলি চালায় পুলিশ৷ পুলিশের ছোড়া গুলিতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, জনতাকে ছত্রভঙ্গ করতে কেন গুলি চালাল পুলিশ? নিরস্ত্র মানুষের উপর পুলিশের গুলি চালানোর ঘটনায় দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করলেন এক আইনজীবী৷

Advertisement

[১৫ বছরের কিশোরকে লাগাতার যৌন নিগ্রহ, গ্রেপ্তার শিক্ষিকা]

আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে আইনজীবী জিএস মানিস জানান, তুতিকোরিনের ঘটনায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হোক সিবিআই তদন্ত৷ সিবিআই তদন্তের আর্জি জানিয়ে দায়ের করা মামলা গ্রহণ করে আদালত৷ আগামী সোমবার এই মামলার শুনানি৷

অন্যদিকে, আজ তুতিকোরিন ঘটনার প্রতিবাদে চলছে বনধ৷ আন্দোলনকারীদের ডাকা এই বনধে সমর্থন জানিয়েছে কংগ্রেস৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধরা জারি রাখা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ বনধের দিনে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে৷

[২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র]

পরিবেষ দূষণ রুখতে সাধারণ মানুষের গড়ে তোলা প্রতিবাদের মুখে পড়ে অবশেষে পিছু হটার সিদ্ধান্ত নেয় স্টারলাইট সংস্থা৷ এর আগেও তুতিকোরিনে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা তৈরির উপর স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ৷ হাই কোর্টের তরফে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা সম্প্রসারণের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরই প্রকল্প গুটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তুতিকোরিনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দেয়৷ কেন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ল তার ব্যাখ্যাও চেয়ে ঘটনার কড়া নিন্দা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

The post আদালতের পর্যবেক্ষণে তুতিকোরিন কাণ্ডের তদন্ত করুক সিবিআই, মামলা দায়ের সুপ্রিম কোর্টে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement