সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকরের সঙ্গে এবার যুক্ত হয়ে গেল দিল্লির তরুণ ঋষভ পন্থের নামও৷ বিরাট রনজির মাঝখানে বাবাকে হারিয়ে ফের ম্যাচে ফিরেছিলেন৷ বিশ্বকাপে শচীন হারিয়েছিলেন তাঁর বাবাকে৷ দেশে ফিরে শেষকৃত্য সেরে ফিরে গিয়েছিলেন মাঠে৷ এবার আইপিএলের মাঝে সেটাই করলেন পন্থও৷
পন্থের বাবা অসুস্থ ছিলেন৷ রুরকিতে মারা যান মঙ্গলবার৷ দিল্লি ডেয়ারডেভিলসের উইকেটকিপার-ব্যাটসম্যান বাবার শেষকৃত্য সেরে এসে শনিবার নেমে পড়েন আরসিবি ম্যাচে৷ শুধু মাঠে নেমে পড়া নয়, খেললেন দুরন্ত একটা ইনিংস (৩৬ বলে ৫৭)৷ পরপর উইকেট হারানোর সত্ত্বেও শেষপর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস যে ম্যাচে ছিল, সেটা ওই ঋষভের জন্যই৷ শেষ ওভারের প্রথম বলে নেগির বলে বোল্ড হতেই স্বপ্ন শেষ দিল্লিরও৷
শনিবারের ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৫৭ রান তোলে৷ কেদার যাদব করেন ৬৯ রান৷ ক্রিস মরিস তিনটি ও জাহির খান ২টি উইকেট নিয়েছেন৷ জাহির চার ওভার বল করে ৩১ রান দেন৷ তিনি এখন শুধু আইপিএলেই খেলেন৷ তবে তাঁকে দেখে মনে হয়নি কোথাও ছন্দের অভাব রয়েছে৷ জবাবে দিল্লি করল ১৪২৷ কিন্তু আলাদা করে নজর কাড়ল পন্থের লড়াকু ইনিংস। তিনি যখন ক্রিজে তখন দর্শকদের অনেকেই জানেন না তাঁর জীবনের এই ট্র্যাজেডির কথা। কিন্তু কথায় আছে না, ‘শো মাস্ট গো অন!’ সেটাই করে দেখালেন পন্থ। একদিকে যখন একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যেতে বসেছে দিল্লি। তখনই একপ্রান্ত ধরে রেখে চোয়াল শক্ত করে খেলে গেলন এই তরুণ তুর্কি। বাবার মৃত্যুর শোকের কোনও ছায়াই পড়তে দিলেন না নিজের ব্যাটিংয়ে। ডাগআউটে তখন বসে একদৃষ্টিতে পন্থের ব্যাটিং দেখছেন দিল্লির কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতো দায়বদ্ধ ক্রিকেটার খুব কমই দেখেছ ভারতীয় ক্রিকেট টিম। এদিন মনে হল যেন, আরশিতে পুরনো নিজেকেই খুঁজে পাচ্ছিলেন দ্য ওয়াল। হয়তো জেতার মুখ থেকে হেরে ফেরা ম্যাচের কথা ভুলে যাবেন। কিন্তু বহুদিন মনে রেখে দেবেন পন্থের এই হার না মানা লড়াই।
The post বাবাকে হারিয়েও মাঠে ঋষভ পন্থ, দায়বদ্ধতার নজির গড়লেন তরুণ তুর্কি appeared first on Sangbad Pratidin.