দীপঙ্কর মণ্ডল: মাধ্যমিকের মেধা তালিকায় আরও ছ’জনের নাম যোগ হচ্ছে। ১১ লক্ষ পড়ুয়ার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দশম স্থান পর্যন্ত তালিকা প্রকাশ হয়েছিল। তালিকায় ছিল ৫৬ জনের নাম। সবাইকেই পুরষ্কৃত করেছে রাজ্য সরকার। বুধবার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “৭ হাজারের সামান্য কিছু বেশি আবেদনকারীর নম্বর বেড়েছে। মোট পরীক্ষার্থী নিরিখে যা ০.১ শতাংশের কম। একাদশতম স্থানে থাকা ছয় পরীক্ষার্থীর ১-২ নম্বর করে বেড়েছে। তারা নবম এবং দশম স্থানে চলে গিয়েছে।” মেধাতালিকার প্রথম দশে স্থান পাওয়া ছাত্রছাত্রীদের বাড়িতে পুরষ্কার পাঠিয়ে দেবে স্কুলশিক্ষা দপ্তর। উচ্চমাধ্যমিকেও স্ক্রুটিনি এবং রিভিউতে নম্বর বেড়েছিল। মাধ্যমিকে ৩৩ হাজার ১৬৬ জন আবেদন করেছিল। ২৩.২৩ শতাংশ পরীক্ষার্থীদের নম্বর বেড়েছে। এর জেরে মেধাতালিকায় রদবদল হয়েছে। আগামী ১০ আগস্ট আবেদনকারীরা স্কুলে তাদের সংশোধিত মার্কশিট পাবে। পরীক্ষার ৭৭ দিন পর গত ৬ জুন বেরিয়েছিল মাধ্যমিকের ফল। বোর্ডের তরফে দাবি করা হয়েছিল ফলাফল ত্রুটিহীন। কিন্তু রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশ হতেই ধরা পড়ল আসল চিত্র।

[ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চাঁই]
৬৮৯ নম্বর পেয়ে এবছর মাধ্যমিকে প্রথম হয়েছিল উত্তরবঙ্গের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ৷ ৬৮৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বর্ধমানের শীর্ষেন্দু সাহা৷ তৃতীয় স্থান পেয়েছিল তিনজন৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার৷ জলপাইগুড়ির নীলব্জা দাস৷ জলপাইগুড়িরই মৃন্ময় মণ্ডল৷ প্রত্যেকের প্রাপ্ত নম্বর ছিল ৬৮৭৷ সপ্তম হয়ে কলকাতার মান রক্ষা করে বরানগর রামকৃষ্ণ মিশনের সার্থক তালুকদার৷ তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮৩৷
[এটিএম জালিয়াতি কাণ্ডে এবার মুম্বইয়ের চক্র, শহরে ধৃত ৩]
প্রতিবছরই সংসদের কাছে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য প্রচুর আবেদনপত্র জমা পড়ে। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনও হয়। কিন্তু এবছর এত বেশি সংখ্যক পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হওয়ায় অনেকেই হতবাক। অনেকে বলছেন, নম্বরের এত পরিবর্তনেই বোঝা যাচ্ছে ফলপ্রকাশের জন্য অতিরিক্ত তাড়াহুড়ো করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও ব্যাপক রদবদল হয় রিভিউ-এর ফল প্রকাশ্যে আসার পর। উচ্চ মাধ্যমিকেও রিভিউ-এর পর প্রায় ৬ হাজার পরীক্ষার্থীর নম্বর বেড়েছিল, মেধাতালিকায় ঢুকে গিয়েছিল ৪ জন। মেধাতালিকা রদবদলের ঘটনায় মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে গিয়েছে। বিস্মিত শিক্ষামহল।
The post স্ক্রুটিনির পর বদলে গেল ৭ হাজার মাধ্যমিক পরীক্ষার্থীর ফল appeared first on Sangbad Pratidin.