shono
Advertisement

RDX বোঝাই ট্যাঙ্কার নিয়ে গোয়া যাচ্ছে দুই পাকিস্তানি! হুমকি ফোন পেল মুম্বই পুলিশ

হুমকি ফোন পাওয়ার পরই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে।
Posted: 07:01 PM Jul 23, 2023Updated: 07:01 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরডিএক্স বোঝাই একটি ট্যাঙ্কার নিয়ে দুই পাকিস্তানি মুম্বই থেকে গোয়ার পথে যাচ্ছে। আজ, রবিবার এমনই একটি ভয়ানক হুমকি ফোনকল এসে পৌঁছায় মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে ‘পাণ্ডে’ বলে পরিচয় দেন। এমন ফোন পেয়ে স্বাভাবিক ভাবেই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ফোনটি কে করেছে বা কোন উদ্দেশ্যে করা হয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পাণ্ডে ফোনে রীতিমতো হুমকির সুরে বলেন, আরডিএক্স ভরতি ট্যাঙ্কারটি নিয়ে এগিয়ে আসছে দুই পাকিস্তানি নাগরিক। তার দাবি কতখানি সত্যি, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে মুম্বই পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি ভুয়ো ফোনকল হতে পারে। তা সত্ত্বেও ওই এলাকার সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছে না পুলিশ। বরং নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে। বাইরে থেকে গোয়ায় প্রবেশে সমস্ত যানবাহন পরীক্ষা করা হচ্ছে।

[আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপের প্রোমোয় নেই পাক অধিনায়ক বাবর! ক্ষোভে ফুঁসছেন শোয়েব আখতার]

উল্লেখ্য, গত মঙ্গলবারই আরও একটি হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ। যেখানে বলা হয়েছিল, শহরে বোমা বসানো হয়েছে। শহরের এক নির্দিষ্ট জায়গায় প্রচুর কার্তুজ ও একে-৪৭ মজুত করা হয়েছে। এমনকী উত্তর প্রদেশের যোগী সরকার এবং কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেছিল ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার বিরুদ্ধে ওরলি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছিল।

এরও আগে গত ১২ জুলাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। সেই ফোনে আবার উল্লেখ করা হয়েছিল পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে হিন্দু নাগরিকের সঙ্গে সংসার পাতা সীমা হায়দারের নাম। বলা হয়েছিল, সীমাকে পাকিস্তানে না ফেরানো হলে মুম্বইয়ে ২৬/১১-র হামলার ধাঁচে হামলা করা হবে। যার জন্য দায়ী থাকবে উত্তরপ্রদেশ সরকার। সেই ঘটনাতেও দায়ের হয় এফআইআর। আর রবিবার নয়া ফোনকলে আবারও বাড়ল উদ্বেগ।

[আরও পড়ুন: বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই পন্থের, জানিয়ে দিলেন ভারতীয় তারকা, অনিশ্চিত আইপিএলেও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement