shono
Advertisement

Breaking News

বিশ্বকর্মা পুজোর দিন সেপটিক ট্যাঙ্কে প্রাণহানি ৩ শ্রমিকের, আশঙ্কাজনক আরও ১

এলাকায় নেমেছে কান্নার রোল।
Posted: 09:55 AM Sep 18, 2023Updated: 09:55 AM Sep 18, 2023

কল্যাণ চন্দ, বহরমপুর: বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকের প্রাণহানি। সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল তিনজনের। সোমবার সাতসকালের ঘটনায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক বাসিন্দার বাড়িতে সেপটিক ট্যাঙ্কের কাজ চলছিল। কাজ করতে গিয়ে প্রথমে একজন পড়ে যান। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে যাব আরও তিনজন। ওই সেপটিক ট্যাঙ্কে জ্ঞান হারান চারজন। স্থানীয় এবং প্রশাসনের সহযোগিতায় তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়।

[আরও পড়ুন: ED আধিকারিক সেজে খাস কলকাতায় লুঠপাট, পুলিশের জালে সঙ্গিনী-সহ যুবক]

হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন মনিরুল শেখ, রজব আলি এবং মাজু বিশ্বাস। মৃতেরা প্রত্যেকে হরিহরপাড়ার মাদারতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

[আরও পড়ুন: পথের কাঁটা স্বামী! প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে শিলিগুড়িতে যুবককে ‘খুন’ স্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement