অর্ণব দাস, বারাসত: পরীক্ষা দেওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে উধাও হাবড়ার (Habra) তিন নাবালিকা ছাত্রী। নদিয়া (Nadia) থেকে তাদের উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। গোটা ঘটনার নেপথ্যে উঠে এসেছে প্রেমের তত্ত্ব।
হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ওই তিন পড়ুয়া। গত সপ্তাহ থেকে স্কুলে পরীক্ষা চলছিল। তিনটি পরীক্ষা দিয়েছিল ওই তিন ছাত্রী। চতুর্থ পরীক্ষা ছিল গত ১ ডিসেম্বর, শুক্রবার। ওইদিন অভিভাবকরা তিনজনকেই স্কুলের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। ছুটির সময় অভিভাবকরা স্কুলে গিয়ে জানেন তিন ছাত্রীর কেউই পরীক্ষা দেয়নি। কার্যত ভ্যানিশ হয়ে যায় তারা। পরীক্ষা না দিয়ে একসঙ্গে তিন ছাত্রী স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অশোকনগর ও হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
[আরও পড়ুন: প্রাক ‘মিগজাউম’ প্রভাবে হালকা বৃষ্টি শুরু রাজ্যে, একধাক্কায় উষ্ণতা ৭ ডিগ্রি বাড়ল]
এর পর থানার তরফে একটি টিম গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে নদিয়া শান্তিপুরে এক ব্যক্তির বাড়ি থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কয়েক মাস আগেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ওই ছাত্রীরা। পরবর্তীতে ফিরে আসে। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। নেপথ্যে প্রেম বলেই দাবি প্রতিবেশীদের। পুলিশের তরফে জানানো হয়েছে, তিন ছাত্রীর শারীরিক পরীক্ষা করা করানো হবে। ম্যাজিস্ট্রেটের সামনে তাদের গোপন জবানবন্দিও নেওয়া হবে।