shono
Advertisement

৬ দিন ধরে নিখোঁজ গ্রামের তিনকন্যা! নেই পুলিশি সাহায্য, অসহায় পরিবার

পুলিশ সুপারের দ্বারস্থ হতে চান গ্রাম পঞ্চায়েত প্রধান।
Posted: 07:19 PM Dec 16, 2023Updated: 07:19 PM Dec 16, 2023

বাবুল হক, মালদহ: টানা ৬ দিন। কোনও খোঁজ নেই তিন ছাত্রীর। স্কুল ও কলেজ ছাত্রীদের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Maldah) পাহাড়পুর গ্রামে। ছদিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। তিনজনের মধ্যে ২জনই স্কুলছাত্রী বলে জানা গিয়েছে। ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের বাসিন্দা এই তিনজন স্কুল ও কলেজ যাওয়র পথে আচমকাই নিখোঁজ (Missing) হয়ে যায়। মঙ্গলবার এনিয়ে তিন পরিবার পুলিশে অভিযোগ দায়ের করলেও এখনও খোঁজ নেই। আর তাতেই আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে।

Advertisement

জানা যায়, নিখোঁজ ছাত্রীরা কেউ কলেজ, কেউ আবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে আর তাদের খোঁজ মেলেনি। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। সারাদিন সারারাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না পেয়ে মঙ্গলবার ইংরেজবাজার (Englishbazar PS) থানায় তিন ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগই সার। ৬দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাদের সম্পর্কে কোনও তথ্য হাতে আসেনি।

[আরও পড়ুন: শুধু মমতা নন, দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেকও]

পরিবারের অভিযোগ, পুলিশ এই ঘটনা নিয়ে কোনও গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানিয়েছেন। সেখানেও একইরকম উদাসীনতার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন প্রতিনিধি-সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও মেয়েদের নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে তিন পরিবার। তবু সুরাহা মেলেনি।

[আরও পড়ুন: টেস্টে ফেল, ফর্ম ফিলাপের টাকায় বিরিয়ানি খেয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিকের ছাত্রী!]

এই পরিস্থিতিতে অসহায় পরিবারের দিন কাটছে অনিদ্রা, অনাহার, আতঙ্কে। ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ”নিখোঁজ ছাত্রীর পরিবারের লোকজন ঘটনার কথা জানিয়েছেন। পুলিশকে আমার তরফ থেকেও বলা হয়েছে। পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলব। থানা যদি কোনও ব্যবস্থা না নেয়, পরিবারের লোকজনকে নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব।”

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement