shono
Advertisement

শ্লীলতাহানির শিকার মা, মেয়ে ও হবু বউমা, ছেঁড়া হল পোশাক! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক নিগৃহীতারা

ঘটনাটি ঘটেছে দুর্গানগরে।
Posted: 07:35 PM Nov 16, 2023Updated: 07:35 PM Nov 16, 2023

অর্ণব দাস, বারাসত: মা, মেয়ে ও হবু পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় পালটা আইনি জটিলতায় নিগৃহীতদের পরিবার। পুলিশের বিরুদ্ধে টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে।

Advertisement

জানা গিয়েছে, উত্তর দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গানগরের বাসিন্দা তিন নিগৃহীতা। চলতি মাসের ৫ তারিখে এক মহিলা মেয়ে ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। অভিযোগ, পথে হবু পুত্রবধূকে অশ্লীল মন্তব্য করেন বিক্রম দাস ও গোপাল দাস নামে দুজন। ওই মহিলা প্রতিবাদ করেন। অভিযোগ, এর পরই দলবল নিয়ে গিয়ে মহিলার পোশাক ছিঁড়ে দেয় ওই যুবকেরা। পাশাপাশি তাঁর মেয়ে ও পুত্রবধূর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অকথ্য ভাষার গালিগালাজও করা হয় তাঁকে। এর পরই নিমতা থানায় মেডিক্যাল রিপোর্ট ও অভিযোগের কপি জমা দেওয়া হয়। একজনকে গ্রেপ্তারও করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

[আরও পড়ুন:‘আমি ডাকলাম বলেই ভাইটা চলে গেল’, ডায়মন্ড হারবারে শুটআউটে যুবক খুনে আক্ষেপ দিদির ]

এর পরই প্রকাশ্যে আসে অন্য তথ্য। আক্রান্ত পরিবার জানতে পারে তাঁদের নামেও মামলা হয়েছে। এর পর কোর্ট থেকে জামিন নিলেও নিমতা থানার পুলিশ বারবার চাপ দিতে থাকে টাকার জন্য এমনটাই অভিযোগ। ঘটনার সঙ্গে এক তৃণমূল নেতার যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। ফলে প্রবল আতঙ্কে ঘরছাড়া পরিবার। এ বিষয়ে একাধিকবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়।

[আরও পড়ুন: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক, ‘পিছু হটল’ কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement