সুব্রত বিশ্বাস: পুরোনো ভাড়ায় ফিরল রেল! পূর্ব রেলের কাটোয়া-আহমেদপুর শাখায় কোভিডের সময় অবাঞ্ছিত ভিড় কমাতে দশ টাকার টিকিট তিরিশ টাকা করা হয়েছিল। কোভিডকাল অতিক্রম করলেও ওই শাখায় ভাড়া আগের পর্যায়ে আনা হয়নি। ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছিলেন মুর্শিদাবাদের যাত্রীরা।
সংসদ থেকে বিধায়ক, এমনকী যাত্রী সমিতির দাবি ছিল পুরোনো ভাড়া চালু করার। কিন্তু দীর্ঘদিন তা হয়নি বোর্ডের সিদ্ধান্তের ফলে। অবশেষে আজ লক্ষ্মীবারে ভাড়া ফিরল আগের পর্যায়ে। অর্থাৎ দশ টাকা। পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মজুমদার জানান, “দেশজুড়ে কোভিডের সময় ভাড়া বেড়েছিল। পূর্ব রেলের ওই শাখায় ভাড়া আগের পর্যায়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ থেকে সংশোধিত ভাড়া কার্যকর হবে।”
[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]
গত রবিবার কাটোয়া-আহমেদপুরের নতুন একটি ট্রেনের যাত্রা শুরু হয়। এতদিন এই রুটে সারাদিনে একটা ট্রেন চলছিল। রবিবার থেকে সেই ইতিহাসের যবনিকা টেনে এবার থেকে দু’টি ট্রেন চলল।নতুন এই মেমু ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আহমেদপুর পৌঁছয় দুপুর সাড়ে বারোটায়। ১২টা ৫০ মিনিটে ফের সেখান থেকে ছেড়ে কাটোয়া ফেরে বিকেল ৪টে ২০ মিনিটে। নতুন কনভেশনাল কোচের এই ট্রেনটি মাঝে ১৪টি স্টেশনে দাঁড়ায়। এই শাখাটি রেলের কাছে ব্রাত্য বলে বরাবর অভিযোগ।
২০১৮ সালের আগে এটা ছিল ন্যারো গেজের লাইন। ব্রডগেজ হলেও কপালে ছিল একটি মাত্র ট্রেন। কাটোয়া থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছাড়ে। আহমেদপুর থেকে ফের ১১টা ১০ মিনিটে রওনা দেয় কাটোয়ার উদ্দেশ্যে। কোভিডের পর দীর্ঘদিন বন্ধ ছিল ওই শাখায় ট্রেন চলাচল। বহু দাবিতে ট্রেন চালু হলেও সেই একটি ট্রেনকে ‘স্পেশাল’ তকমা দিয়ে চালানো শুরু হয়। ১০ টাকা ভাড়া বেড়ে হয় ৩০ টাকা। এই সমস্যার সমাধান টানল রেল।