shono
Advertisement

২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো?

নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে মেট্রোর সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে৷ The post ২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM Jul 19, 2018Updated: 12:25 PM Jul 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের শহিদ দিবসে স্টেশনগুলিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ রেল সূত্রে খবর, ২১ জুলাইয়ের দিনে সাধারণ যাত্রীদের হয়রানি রুখতে ও রেল পরিষেবা স্বাভাবিক রাখতে রেলের তরফে একগুচ্ছে পদক্ষেপ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত প্রতিটি স্টেশনেই মোতায়েন করা হবে বাড়তি আরপিএফ৷ বর্তমানে ২৫০ জন আরপিএফ জওয়ান মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন৷ ২১ জুলাই মোট ৩৫৪ জন আরপিএফ জওয়ানকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে৷ থাকবে মহিলা পুলিশের বিশেষ নিরাপত্তা স্কোয়াডও৷ সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে মেট্রোর সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে৷ ময়দান,  এসপ্ল্যানেড, চাঁদনি চক স্টেশনে কমান্ডো বাহিনী মোতায়েন করা হবে খবর পাওয়া গিয়েছে৷

[কলকাতার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বাড়াতে ননস্টপ বাস, উদ্বোধনে মুখ্যমন্ত্রী]

মূলত সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে ২১ জুলাই বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে মেট্রো কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, এদিন সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত ৩৫৪  জন আরপিএফ জওয়ান মোতায়েন রাখার পাশাপাশি মহিলা পুলিশের একটি ১০ জনের বিশেষ দলও যাত্রী নিরাপত্তার কাজ চালিয়ে যাবে৷  থাকবে ডগ স্কোয়াডও৷ রাখা হবে আরপিএফের কম্যান্ডোদের৷ সব মিলিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য ধরে রাখতে ২১ জুলাই প্রতিটি মেট্রো স্টেশনে আঁটসাঁট নিরাপত্তার বন্দোবস্ত করছে মেট্রো রেল৷

[‘টেন্ডার দুর্নীতি’ রুখতে পুরসভার পায়ে বেড়ি পরাল রাজ্য]

কিন্তু, কেন এই বন্দোবস্ত? ২১ জুলই তৃণমূলের শহিদ দিবস৷ আড়াই দশক ধরে গোটা বাংলা উঠে আসে ধর্মতলায়৷ উপচে পড়ে ভিড়৷ রাজপথ থেকে হঠাৎ উধাও হয়ে যায় বাস-ট্যাক্সি৷ সঙ্গে চূড়ান্ত যানজট৷ ফলে, পাতালপথই একমাত্র ভরসা হয়ে ওঠে শহরের বাসিন্দাদের কাছে৷ ভিড়ও বাড়তে থাকে মোট্রোয়৷ অফিস টাইমের চাপ, সঙ্গে শহরে নতুন আসা উৎসাহী জনতার ভিড়ে কার্যত চিড়েচ্যাপ্টা অবস্থার মুখোমুখি হয় কলকাতার লাইফলাইন৷ ফলে, অতিরিক্ত ভিড়ের কারণে স্টেশনগুলিতে যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেই জন্যই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত হচ্ছে বলে মেট্রে রেল সূত্রে জানা গিয়েছে৷

The post ২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement