দিপালী সেন: বদলে গেল মাধ্যমিক (Madhyamik Examination 2024) ও উচ্চমাধ্যমিকের সময়। বেলা ১২ টার পরিবর্তে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১ টায়। ভোকেশনালের ক্ষেত্রে সময়সীমা ২ ঘণ্টা।
প্রতিবছর মার্চের মাঝামাঝি সময়ে শুরু হয় উচ্চমাধ্যমিক। তবে এবছর ভোটের কারণে এগিয়ে আনা হয়েছে উচ্চমাধ্যমিক। ফেব্রুয়ারির ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। আগে সংসদের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা শুরু হবে বেলা ১২ টায়। শেষ হওয়ার কথা ছিল ৩ টে বেজে ১৫ মিনিটে। বদলাচ্ছে সেই সময়। দিন একই থাকলেও পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে ১ টায়। অর্থাৎ পরীক্ষা হবে ৩ ঘণ্টা। ভোকেশনাল বিষয়, সংগীত, হেলথের ক্ষেত্রে পরীক্ষা শেষ হবে ২ টোয়।
[আরও পড়ুন: সিমকার্ড, ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও! প্রয়ুক্তিতে ‘বিপ্লব’ আনবে কেন্দ্র]
মাধ্যমিকের সূচিতেও বদল। চলতি বছরে মাধ্যমিক শুরু হচ্ছে ১২ টার পরিবর্তে ৯টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে বেলা ১ টায়। এদিকে মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছে, হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হবে ৯ টা ৪৫মিনিটে এবং শেষ হবে দুপুর ১টায়।