shono
Advertisement

Breaking News

নিউ ইয়র্কের রাস্তায় ঝাঁকে ঝাঁকে ‘রহস্যময়’ পোকা! নাজেহাল মার্কিন জনতা

চুল, পোশাক এমনকী নাকে-মুখে ঢুকে পড়ছে 'সবজেটে' পোকারা।
Posted: 05:28 PM Jul 01, 2023Updated: 05:28 PM Jul 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক (New York) ছেয়ে ফেলছে ঝাঁকে ঝাঁকে ডানাওয়ালা, খুদে পোকার দঙ্গল! পথচারী থেকে বাইক আরোহী, সবাইকেই সমস্যায় ফেলছে পোকাগুলি। এমনকী সাবওয়ে প্ল্যাটফর্মেও নেমে যাচ্ছে তারা। সাধারণ জনতা রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অসংখ্য ভিডিও। অনেকে আবার এর মধ্যে বাইবেলে বর্ণিত প্লেগের ছবি খুঁজে পাচ্ছেন!

Advertisement

জানা যাচ্ছে, ম্যানহাটন ও ব্রুকলিনে বহু মানুষ দাবি করেছেন, পোকাগুলির উৎপাতে রীতিমতো অসহায় অনুভব করছেন তাঁরা। পোকার ঝাঁক চুল, পোশাক এমনকী নাকে-মুখে ঢুকে পড়ছে বলেও দাবি তাঁদের। কারও কারও দাবি, পোকাগুলির রং সবুজ। যদিও খালি চোখে ওই পোকাদের দেখতে পাওয়াই মুশকিল।

[আরও পড়ুন: ‘কোরান পোড়ানো বেআইনি নয়’, বিতর্কের আগুনে ঘৃতাহুতি ন্যাটো প্রধানের]

অনেকে এগুলিকে মাছি বলে দাবি করলেও অধ্যাপক ডেভিড লোহম্যান জানিয়েছেন, যা দেখা যাচ্ছে তাতে পোকাগুলি মাছি নয়। গাছে বসবাসকারী ও দ্রুত প্রজননে সক্ষম একধরনের পোকা।

কিন্তু কেন আমেরিকায় (US) পোকাদের এমন উৎপাত? কেন পথেঘাটে এভাবে ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে তারা? মনে করা হচ্ছে, তাদের এই অস্বাভাবিক আচরণের পিছনে রয়েছে আবহাওয়া। তবে এতে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ তাঁদের। তাঁরা জানাচ্ছেন, এই পোকার কারণে কোনও অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা সেভাবে নেই।

[আরও পড়ুন: দেওয়ালে হাঁ করা সিংহ দেখে ‘ভয়’! বস্তায় ঢাকল ফরওয়ার্ড ব্লক প্রতীকের মুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement