shono
Advertisement

গণেশ পুজোয় সেজে উঠুক আপনার ঘরও, কীভাবে সাজাবেন? রইল টিপস

সংসারে সমৃদ্ধি আনতে এভাবেই সাজান ঘর।
Posted: 09:01 PM Sep 11, 2023Updated: 06:43 PM Sep 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও পুজো পার্বণে ঘরকে যদি সুন্দর করে সাজানো যায়, তাহলে গোটা বাড়ি জুড়েই একটা পজিটিভ ফিল আসে। ফুলের মালা, রঙিন আলপনা (Rangoli), ধূপকাঠির গন্ধে ঘর বারান্দা ভরে গেলে মনে হবে সুখ বাসা বাঁধবে আপনার সংসারেই। 

Advertisement

১) ঘরের দুয়ারে সুন্দর করে সাজিয়ে রাখুন দ্বারঘট। দ্বারঘটের চারপাশে হলুদ গাঁদার মালা জড়িয়ে দিন। ঘরে ঢোকার মূল দরজায় লম্বা লম্বা করে গাঁদার মালা ঝুলিয়ে দিন।

২) লাল ও হলুদ রং গণেশ ঠাকুরের খুব প্রিয়। তাই ঘর সাজানোর ব্য়াপারে এই দুটো রংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। কিনে আনতে পারেন লাল ও হলুদ রঙের ওড়না। ওড়নায় ছোট ছোট করে কুঁচি করে জানলায় পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন।

[আরও পড়ুন: বাড়ির ছাদে মিনারেলস্‌ওয়ালা ওয়াটার ট্যাঙ্ক, সিলভার পি ফোর ইন্টারন্যাশনাল লাগান]

৩) ঘরের সামনে বা সিঁড়িতে আলপনা এঁকে দিন। আলপনা আঁকার সময় ব্যবহার করুন হলুদ ও লাল রং।

৪) প্রত্য়েকটি ঘরে ফুলদানিতে ফুল রাখুন। এ ব্যাপারে লাল এবং হলুদ রঙের ফুলকেই গুরুত্ব দিন বেশি।

৫) একটি পাত্রে কিছু পরিমাণ জল রাখুন। জলের মধ্যে গোলাপের পাপড়ি ভাসিয়ে দিন। ঠাকুরের সামনে এটি রাখতে পারেন। বেশি বড় পাত্র হলে আলপনার উপরে পাত্র রেখে সাজাতে পারেন।

৬) লাল, হলুদ কাগজ কেটে রিং বানিয়ে নিন। তারপর সেই রিং দিয়ে কাগজের চেন বানিয়ে নিন। ঘরের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল পর্যন্ত টেনে দিন।

[আরও পড়ুন: রান্নাঘরের ভিতরে ভুলেও এই কাজগুলি করবেন না, সাবধান করলেন বাস্তু বিশেষজ্ঞ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement