shono
Advertisement
IT Firms

আইটি ফার্মে কর্মী ছাঁটাই? চ্যালেঞ্জিং পরিস্থিতি সামলাতে এই কৌশল না জানলেই নয়

চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যাতে কাউকে পড়তে না হয় এই টিপস জানা অত্যন্ত জরুরি।
Posted: 08:17 PM Apr 28, 2024Updated: 08:17 PM Apr 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা, বাণিজ‌্য ক্ষেত্রের দিকে চোখ রেখে অনুমান করা হচ্ছে আইটি ফার্মে কর্মী ছাঁটাই হতে পারে। এই চ‌্যালেঞ্জিং পরিস্থিতিতে যাতে কাউকে পড়তে না হয়, তার জন‌্য বেশ কয়েকটি অত‌্যাধুনিক প্রযুক্তি শিখে রাখা বা নিজেকে আপডেট রাখা উচিত। এতে চাকরি যাওয়ার সম্ভাবনা যেমন কমবে, তেমনই নিশ্চিত হবে চ‌্যালেঞ্জিং পরিস্থিতিতে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনাও।

Advertisement

এআই ও এমএল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও মেশিন লার্নিং (এমএল) মডেলের চাহিদা ভীষণ বেড়েছে। বিশেষ করে চ‌্যাটজিপিটর মতো প্রযুক্তি তৈরিতে আইটির দক্ষ ছেলেমেয়েদের দরকার।

[আরও পড়ুন: শুধু ডিগ্রি পেলেই হবে না, কেন পড়ুয়াদের দেশ-দশের খবর রাখাও প্রয়োজন? জানালেন বিশেষজ্ঞ]

ক্লাউড কম্পিউটিং
আধুনিক আইটি ইনফ্রাস্ট্রাকচারে কাজ করার সুবিধা ক্লাউড কম্পিউটিং ছাড়া অসম্পূর্ণ। এডব্লিউএস, অ‌্যাজিওর ও গুগল ক্লাউডের প্রয়োজনীয়তা বর্তমানে যে কোনও ফিল্ডের কর্মীদের কাছেই আবশ্যিক। ক্লাউডে ডেটা ঠিক করে রাখার জন‌্য তাই ক্লাউড কম্পিউটিং জানা দক্ষ কর্মীর দরকার।

এছাড়াও ব্লকচেন, বিগ ডেটা, রোবটিক প্রসেস অটোমেশন, অগমেন্টেড অ‌্যান্ড ভার্চুয়াল রিয়েলটি, ডেভঅপস, ডেটা অ‌্যানালিটিক্সে বিশেজ্ঞদের চাহিদাও তুঙ্গে।

[আরও পড়ুন: নিট দেবে? ছোট হলেও ফিজিক্সের এই চ্যাপ্টারগুলি গুরুত্বপূর্ণ, রইল পরামর্শ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইটি ফার্মে কর্মী ছাঁটাই হতে পারে।
  • চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যাতে কাউকে পড়তে না হয়, তার জন্য বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি শিখে রাখা বা নিজেকে আপডেট রাখা উচিত।
  • এতে চাকরি যাওয়ার সম্ভাবনা যেমন কমবে, তেমনই নিশ্চিত হবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনাও।
Advertisement