ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এবার পালা তৃণমূলের। রবিবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক শিবির। একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কাকে প্রার্থী হিসাবে বেছে নিল তৃণমূল।
নৈহাটি: সনৎ দে
হাড়োয়া: শেখ রবিউল ইসলাম
মেদিনীপুর: সুজয় হাজরা
তালড্যাংরা: ফাল্গুনী সিংহবাবু
মাদারিহাট: জয়প্রকাশ টোপ্পো
সিতাই: সঙ্গীতা রায়
নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই এই ছয় কেন্দ্রেরই বিধায়করা লোকসভায় নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন। এবার যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেগুলির মধ্যে আলিপুরদুয়ারের মাদারিহাটই রয়েছে বিজেপির দখলে। বাকি ৫ কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। এবার উপনির্বাচনে এই পাঁচ কেন্দ্র তো বটেই মাদারিহাট কেন্দ্রটিও বিজেপির থেকে ছিনিয়ে নিতে চাইবে তৃণমূল।
রাজ্যের শেষ উপনির্বাচনে চার কেন্দ্রের চারটিই গিয়েছিল শাসক শিবিরের দখলে। তবে তারপর রাজ্য রাজনীতিতে বহু পরিবর্তন হয়ে গিয়েছে। আর জি করের মতো ইস্যুতে গোটা রাজ্য উত্তাল হয়েছে। সেই ইস্যুর প্রভাব উপনির্বাচনে পড়ছে কিনা সেটাই দেখার।