shono
Advertisement

কবিগুরুর জন্মস্থান বীরভূম! প্রচারে ভুল তথ্য দেওয়ায় অমিত শাহকে কটাক্ষ তৃণমূলের

রবীন্দ্র জন্মজয়ন্তীতে টুইটারে ভিডিও পোস্ট করে কটাক্ষ তৃণমূলের৷ The post কবিগুরুর জন্মস্থান বীরভূম! প্রচারে ভুল তথ্য দেওয়ায় অমিত শাহকে কটাক্ষ তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM May 09, 2019Updated: 04:23 PM May 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? তাঁকে নিয়ে কার জ্ঞান কতটা? এসব নিয়েই এখন রাজনীতির ময়দানে চলছে দড়ি টানাটানি৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি আগেই বীরভূমের প্রচারসভায় বলে ফেলেছিলেন, বীরভূমের মাটি বিশ্বকবির জন্মস্থান৷ গত ২৩ এপ্রিল বীরভূমের মহম্মদবাজারের গণপুরে প্রথমবার জনসভা করেন গেরুয়া শিবিরের শীর্ষ স্তরের নেতা৷ তিনি বলেন,‘‘বীরভূমের পবিত্র ভূমি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল, সেই মাটিকে কোটি কোটি প্রণাম।’’  সেই দাবির পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন৷ কিন্তু বৃহস্পতিবার কবিগুরুর জন্মতিথি বলে কথা৷ তাই এদিন আরও বিতর্কের মুখে অমিত শাহের মন্তব্য৷ কিন্তু গোড়াতেই যে গলদ৷ কারণ, কবিগুরু জন্মেছিলেন কলকাতায়৷ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে৷

Advertisement

[ আরও পড়ুন: সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি, নির্বাচন কমিশন দপ্তরের বাইরে অবস্থানে সৌমিত্র খাঁ]

তথ্যে ভুলের ইস্যুকে সঠিক দিনে কাজে লাগাতে এতটুকুও সময় নষ্ট করেনি ঘাসফুল শিবির৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে৷ ওই ভিডিওতে বারবার করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অমিত শাহের সেদিনের বক্তব্য দেখানো হয়েছে৷ ভিডিওর শেষে লেখা হয়েছে, ‘‘#রবীন্দ্রজয়ন্তী বিজেপি সভাপতি জানেনই না রবীন্দ্রনাথের জন্ম কোথায় হয়েছিল। ওনারা নাকি বাংলা সংস্কৃতি রক্ষা করবেন! আগে বাংলা সম্বন্ধে জানুন, তারপর বাংলা জেতার স্বপ্ন দেখবেন৷’’  অমিত শাহের এই মন্তব্যে বিরক্ত শিক্ষিত সমাজ। কীভাবে একজন দুঁদে রাজনীতিক একথা বলতে পারেন, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকেই৷

[ আরও পড়ুন: স্নাতকে ভরতির জন্য বিভিন্ন ফর্ম ফিলআপ, পড়ুয়াদের সুবিধায় সিদ্ধান্ত সেন্ট জেভিয়ার্সের]

যদিও ওয়াকিবহাল মহলের দাবি, বীরভূমের সভায় রবীন্দ্রনাথের আবেগ উসকে দিয়েই নাকি সকলের মন জয়ের চেষ্টা করেছিলেন অমিত শাহ৷ তবে তাতে বিপাকেই পড়তে হল পদ্ম শিবিরকে৷ জনসভার মঞ্চ থেকে দেওয়া ভুল তথ্যের জেরেই নাকি নিজের এবং দলের বিপদ ডেকে আনলেন অমিত শাহ৷ নির্বাচনী আবহে এই ইস্যুকে ফায়দা তুলতে সচেষ্ট তৃণমূল৷ তাই রবীন্দ্রজয়ন্তীতে পুরনো ইস্যুকে জিইয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে তৃণমূল

The post কবিগুরুর জন্মস্থান বীরভূম! প্রচারে ভুল তথ্য দেওয়ায় অমিত শাহকে কটাক্ষ তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement