সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুর এবার তৃণমূলের তারকা প্রার্থী (TMC Candidate) ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। শৈশব থেকে দারিদ্রের মধ্যে জীবন কাটানো ইউসুফের ভাগ্য পরিবর্তনের পিছনে রয়েছে ক্রিকেট। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের সম্পত্তিও নেহাত কম নয়। সম্প্রতি হলফনামা পেশ করে সে তথ্য প্রকাশ করেছেন ইউসুফ নিজেই। যেখানে দেখা যাচ্ছে, স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৪৮ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক প্রাক্তন ক্রিকেটার। সম্পত্তির পাশাপাশি তাঁর ঋণের পরিমাণও নেহাত কম নয়। হলফনামা অনুযায়ী, প্রায় ১২ কোটি টাকার ঋণ রয়েছে তাঁর। এছাড়া শিক্ষাগত যোগ্যতায় ইউসুফ জানিয়েছেন, তিনি একাদশ শ্রেণি পাশ।
নির্বাচনী হলফনামায় ইউসুফ পাঠান জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৭৭ টাকা। দেশের একাধিক ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিট, শেয়ার, মিউচুয়াল ফান্ড মিলিয়ে ৮ কোটি ৯২ লক্ষ ১৬ হাজার ৩৯ টাকা রয়েছে তাঁর। হলফনামায় দেখা যাচ্ছে, শেয়ার বাজারে অসংখ্য শেয়ারে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। ৩৫ লক্ষ ৩০ হাজার ৬৩ টাকা দামের একটি গাড়ি রয়েছে তাঁর। এছাড়া ২ কোটি ৬ লক্ষ ৯৭ হাজার ৮৬৮ টাকা মুল্যের সোনা, রুপো, হীরে রয়েছে তাঁর। একইসঙ্গে হলফনামায় অস্থাবর সম্পত্তির তালিকায় ইউসুফ উল্লেখ করেছেন, কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের থেকে ২ কোটি ৯২ লক্ষ ২০ হাজার ৭০৮ টাকা ধার নিয়েছেন তিনি। কেনাকাটি বাবদ ৯ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ২৯৫ ঋণ রয়েছে তাঁর। সবমিলিয়ে অস্থাবর সম্পত্তিতে ইউসুফ পাঠানের টাকার অংক ২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১ টাকা।
অস্থাবর সম্পত্তিও নেহাত কম নয় তারকা ক্রিকেটারের। তথ্য বলছে, গুজরাটের ভাদোদরায় ৪.৮৮ একর ও ১.৫৩ একর চাষযোগ্য জমি রয়েছে ইউসুফের। যার বাজার মূল্য ২৯ লক্ষ ৭১ হাজার ৯১১ টাকা। এছাড়া গুজরাটে একাধিক ফ্ল্যাট ও দুবাইতে ফ্ল্যাট রয়েছে তাঁর। ইউসুফের অস্থাবর সম্পত্তির মোট বাজার মূল্য ২১ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকা।
[আরও পড়ুন: ২০ বছর আগে বাবাকে মেরেছিল জঙ্গিরা, উপত্যকায় এবার টার্গেট কিলিংয়ের শিকার ছেলে]
তবে সম্পত্তির পাশাপাশি ইউসুফ পাঠানের ঋণের অঙ্কও অবাক করার মতো। হলফনামা অনুযায়ী, ব্যাঙ্কে প্রাক্তন ক্রিকেটারের ঋণের পরিমাণ ১১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার ৫৫৮ টাকা। তবে ইউসুফের তুলনায় তাঁর স্ত্রী আফরিনের সম্পত্তির পরিমাণ একেবারেই কম। হলফনামা অনুযায়ী, তাঁর স্ত্রীর হাতে নগদ রয়েছে ১৫ হাজার ৬৭৮ টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে ব্যাঙ্কে জমা রয়েছে ৩৬ হাজার ৬৩৭ টাকা। সম মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৭ হাজার ৯৯৩ টাকা।