shono
Advertisement

ভরা পুরসভায় বাম কাউন্সিলরের গায়ের রং নিয়ে কটাক্ষ! কাঠগড়ায় TMC কাউন্সিলর

ক্ষমা চাইলেন মেয়র পারিষদ।
Posted: 04:41 PM Feb 20, 2024Updated: 06:21 PM Feb 20, 2024

অভিরূপ দাস: সোমবার তৃণমূল কাউন্সিলরের যৌন-গল্প নিয়ে উত্তাল হয়েছিল পুর অধিবেশন। এবার বাম কাউন্সিলরের গায়ের রং নিয়ে মন্তব্য করে বসলেন শাসকদলের আরেক কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। ‘অপমানিত’ ক্ষুব্ধ বাম কাউন্সিলর বলেন, “এভাবে অপমানিত হব আশা করিনি।” চেয়ার পার্সন মালা রায় বলছেন, “কোনও মহিলার সম্পর্কে কটুক্তি দল সমর্থন করে না।”

Advertisement

মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বাম কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, “কলকাতার রাস্তায় অতিরিক্ত এলইডি আলো। আলো কমিয়ে দেওয়া হোক।” এই মন্তব্যের পরেই চিৎকার শুরু করেন তৃণমূল কাউন্সিলররা। ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর বলেন, “সাদা আলো ঝলমল করলে আপনাকে তো ফর্সা লাগে। সেটা ভালো না?” তৃণমূল কাউন্সিলরের এই মন্তব্যে অপমানিত বোধ করেন বাম কাউন্সিলর। চারবারের কাউন্সিলর ক্ষুব্ধ বাম কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, “এভাবে অপমানিত হবো আশা করিনি। এখন দেখছি এটা ওদের দলের সংস্কৃতি।”

[আরও পড়ুন:  যাবে না চাকরি, বরং তৈরি হবে নতুন সুযোগ, কৃত্রিম মেধার প্রসার নিয়ে দাবি IBM কর্তার]

প্রশ্ন উঠছে, কাউন্সিলর শ্যামবর্ণ বলেই কি গায়ের রঙ নিয়ে মন্তব্য করলেন অরিজিৎ দাস ঠাকুর? তৃণমূল কাউন্সিলরের মন্তব্যের বিরুদ্ধে সরব হয় বিজেপি। যদিও অভিযুক্ত কাউন্সিলর ‘দোষ’ মানতে রাজি নন। তাঁর বক্তব্য, “আমি অপমান করিনি। যেটা সত্যি সেটাই বলেছি।” যদিও মেয়র পারিষদ দেবাশিস কুমারের বলেন, “আমাদের কারও বক্তব্য খারাপ লাগলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

[আরও পড়ুন: তিন সেনাকর্তাকে ফাঁসির সাজা মায়ানমারে! কেন এই পদক্ষেপ জুন্টার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement