শ্রীকান্ত পাত্র, ঘাটাল: এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনে দ্বারস্থ তৃণমূলের তারকা প্রার্থী দেব। তবে দেব নিজে অভিযোগ দায়ের করেননি। দেবের নির্দেশে ঘাটাল থানায় হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি। বিজেপি প্রার্থী হিরণ ও জনৈক এসএস আলমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দিলীপবাবু।
অভিযোগ দায়ের প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘‘হিরণ (Hiran Chatterjee) আমাদের দলীয় প্রার্থী দেবের বিরুদ্ধে লাগাতার কুকথা ও ভুয়ো অডিও বাজারে ছেড়ে জনমানসে দেবের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। আমরা অনেক সহ্য করেছি, আর না। গত তিন মাস ধরে দেবের সম্পর্কে লাগাতার কুকথা বলে চলেছেন হিরণ। প্রথম প্রথম আমরা গুরুত্ব দিতাম না। কিন্তু কুকথার পাশাপাশি ভুয়ো অডিও বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়েছি হিরণ ও তাঁর সহযোগীর বিরুদ্ধে আইনের পথে যেতে। এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কতৃর্পক্ষ ও দেবের সম্মতি নিয়ে শনিবার ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’’
[আরও পড়ুন: শ্লীলতাহানিতে ‘অভিযুক্ত’ জওয়ানকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন, দায়ের FIR]
অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ। ঘাটাল ব্লক তৃণমূলের অভিযোগ, বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দেবকে ‘আতঙ্কবাদী’, ‘সন্ত্রাসবাদী’ ‘খুনি’, ‘ক্রিমিনাল’ বলে লাগাতার আক্রমণ করে চলেছেন। এমনকী, হিরণ দেবের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন। পাশাপাশি বাজারে ছেড়ে দেওয়া হয়েছে ভুয়ো অডিও। এ প্রসঙ্গে কেশপুরে প্রচারে বেরিয়ে ক্ষুব্ধ দেব সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘এবার হিরণের বিরুদ্ধে আইনের পথে যাওয়া ছাড়া আর পথ নেই। জেতার জন্য এত মিথ্যা বলতে হবে আমি ভাবতেই পারি না।" তার পরই আইনের পথে যাওয়ার তোড়জোড় শুরু করে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস।
এবিষয়ে ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিকাশ কর বলেন, ‘‘প্রথম প্রথম দেব হিরণের বিরুদ্ধে আইনের পথে যেতে চাননি। এমনকী প্রতিবাদ সভাও করতে চাননি দেব। তার ফলে হিরণ এটাকে দেবের দুর্বলতা ভেবে লাগাতার কুকথা বলতে শুরু করেন। ওঁর সঙ্গে যুক্ত হয়েছেন দাসপুরের বাসিন্দা জনৈক এসএস আলম। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেবের কন্ঠস্বরকে নকল করে ভুয়ো অডিও বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরণের জঘন্য কাজের আমরা নিন্দা করছি। শুধু তাই নয়, হিরণের বিরুদ্ধে আমাদের লড়াই অনেক গুণ বেড়ে গিয়েছে। সব কুকথার জবাব দেব ৪ জুন।’’ এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘দেব আসলে ভয় পেয়ে গিয়েছেন। তাই শেষ মুহূর্তে আমাদের প্রার্থী হিরণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।’’