shono
Advertisement

রাতের দিল্লিতে ‘বেঙ্গল অ্যাসেম্বলি’, তৃণমূলের ‘নীল নকশা’ ঘিরে জোর জল্পনা

১৫ হাজার কোটি টাকার বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে দুদিন ব্যাপী কর্মসূচি তৃণমূলের।
Posted: 01:37 PM Oct 01, 2023Updated: 08:22 PM Oct 01, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দিল্লিতে আজ ‘বেঙ্গল অ্যাসেম্বলি’! রবিবার রাত আটটায় দিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাড়িতে ‘মেগা বৈঠক’। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ভবিষ্যতের কর্মপন্থা কী হবে, দিল্লির এই মেগা বৈঠক থেকেই সেই দিক নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাজির থাকতে হবে তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের নেতাদের। জরুরি ভিত্তিতে ফোন করে সংশ্লিষ্ট নেতা-নেত্রীদের একথা জানিয়ে দিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানেই আগামীর ব্লু প্রিন্ট সকলকে জানাবেন তিনি। আর এই আগামীর নীল নকশা ঘিরে আপাতত জল্পনা তুঙ্গে।

Advertisement

১৫ হাজার কোটি টাকার বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে দুদিন ব্যাপী কর্মসূচি তৃণমূলের (TMC)। তৃণমূলের সাংসদ, বিধায়ক-সহ গ্রামাঞ্চলের জন প্রতিনিধিরা হাজির থাকবেন সেখানে। থাকছেন কয়েক হাজার দলীয় কর্মী। অর্থাৎ রাজ্য়ের আন্দোলনকে রাজধানীর বুকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রকে কার্যত কোণঠাসা করতে চাইছে তৃণমূল। ‘মিশনের ২৪’-এর আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পালটা বিজেপিও যে রাজনৈতিকভাবে প্রত্যাঘাত করবে তা সহজেই অনুমেয়। সেক্ষেত্রে ঘাসফুল শিবিরের রণকৌশল কী হবে? তা নিয়েই হয়তো এদিন আলোচনা হতে পারে বৈঠকে। মূল্যবৃদ্ধি থেকে সাম্প্রদায়িক হিংসা, কেন্দ্রীয় সরকারের একনায়কতন্ত্রের মতো ইস্যুগুলিকে হাতিয়ার করে ভবিষ্যতেও রাজধানীর বুকে আরও আন্দোলন গড়ে তোলার বার্তা দিতে পারেন অভিষেক, মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’ জোটের বিরোধী দলগুলিও যাতে ভবিষ্যতে রাজধানীর বুকে আন্দোলন গড়ে তুলে কেন্দ্রকে ধাক্কা দিতে পারে, তা নিয়ে বার্তা থাকতে পারে এদিনের বৈঠকে। স্বাভাবিকভাবেই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।

[আরও পড়ুন: প্রবল বৃষ্টি, খারাপ রাস্তা, ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস]

অন্যদিকে, নতুন বিধায়ক নির্মল রায়ের সঙ্গে সকলের পরিচয় হবে দিল্লির বঙ্গভবনে। এমনিতে নতুন বিধায়কদের সঙ্গে বাকিদের আলাপ হয় বাংলার বিধানসভায়। এ ক্ষেত্রে আলাদা হবে পরিচয় পর্ব। একটু আগেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। সেখানে দুপুরের পর থেকে সকলের সঙ্গে একে একে আলাপ হবে। এদিকে বিকেল তিনটে নাগাদ বিমানে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন অভিষেক। রওনা দেবেন অন্যান্য নেতারাও।

ইতিমধ্যে ৫০টি বাসে দিল্লির পথে রওনা হয়ে গিয়েছেন। এর মধ্যে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। সেটি ফিরে এসেছে। দুর্ঘটনার পরই সাবধানে বাস চালানোর পরামর্শ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বাসে থাকা যাত্রীদেরও খোঁজ নিচ্ছেন তাঁরা নিয়মিত। অনেকেই ট্রেনে, বিমানে যাচ্ছেন। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন। তাঁরা কোথায় থাকবেন, কী খাবেন, সেদিকেও কড়া নজর রয়েছে দলীয় নেতৃত্বের।

[আরও পড়ুন: স্বচ্ছ ভারত অভিযানের নেতৃত্বে মোদি, ঝাড়ু হাতে নামলেন ময়দানে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement