সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের আঁচে তপ্ত ত্রিপুরা। সোমবার বক্সনগরের সভা থেকে ত্রিপুরাবাসীকে দর বাড়ানোর পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। তাঁর অভিযোগ, ভোটের ৫-৭ দিন আগে বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে বিজেপি। তারা ৫০০ টাকা দিলে ত্রিপুরাবাসীকে আরও বেশি টাকা চাওয়ার অর্থাৎ দর বাড়ানোর পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন সিপাহীজলা বিধানসভা কেন্দ্রের বক্সনগর এলাকায় সভা করেন অভিষেক। সেই সভা থেকে ত্রিপুরায় পালাবদলের ডাক দেন তিনি। একইসঙ্গে প্রথমে বাম ও পরে বিজেপির অপশাসনের আখ্য়ানও তুলে ধরেন তিনি। তাই এবার সে রাজ্যে তৃণমূলকে সুযোগ দেওয়ার আহ্বান জানান অভিষেক। এরপরই তাঁর দাবি, বিজেপি যত হারবে মূল্যবৃদ্ধি তত কমবে। একইসঙ্গে তাঁর আশঙ্কা, “ত্রিপুরায় বিজেপি জিতলে রান্নার তেলের দাম ২০০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা হয়ে যাবে।”
[আরও পড়ুন; ‘শামি অত্যাচারী, কোহলি-রোহিতরাও ওকে ঘৃণা করে’, কেন একথা বললেন দীনেশ কার্তিক?]
বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “ভোটের ৫-৭ দিন আগে বাড়ি-বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। ৫০০ টাকা দিলে ১০০০ টাকা চান। এক হাজার টাকা দিলে ২ হাজার টাকা চান। এটা আপনাদেরই টাকা। গত ৫ বছর ধরে ওরা আপনাদের টাকা শুষে নিয়েছে। সেই টাকা ফেরত নিন। কিন্তু ভোটটা তৃণমূলকে দিন।” একইসঙ্গে অভিষেকের খোঁচা, “এতদিন আপনাদের স্বপ্ন দেখিয়ে তা পূরণ করেনি ওঁরা। এবার স্বপ্ন দেখিনে ওদের পায়ের তলার মাটি কেড়ে নিন।”
অভিষেক আরও বলেন, “কে প্রার্থী মনে রাখার দরকার নেই। সমস্ত আসনে মমতাই প্রার্থী। জোড়া ফুলের বোতাম টেপা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া।” তৃণমূল সভানেত্রী কথা দিয়ে কথা রাখেন, দাবি তৃণমূল সাংসদের। তাই এবার ত্রিপুরায় তৃণমূল সরকার গড়ার ডাক দেন তিনি।