সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের গোড়াতেই ত্রিপুরা (TMC in Tripura) যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দু’দিনের কর্মসূচি রয়েছে তাঁর। ত্রিপুরার পুরভোটে আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি যাওয়ার পাশাপাশি বিধানসভা ভোটের রণকৌশল তৈরি করবেন তিনি। সোমবার এমনটাই জানিয়েছেন ত্রিপুরার ভারপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের অভিযোগ, পুরভোটে ত্রিপুরায় সন্ত্রাস হয়েছে। দুর্নীতি করেছে বিজেপি। ভোটপ্রক্রিয়া চলাকালীন আক্রান্ত হয়েছেন দলীয় বহু নেতা-কর্মী। এমনকী, অনেকের নামে মিথ্যা মামলা হয়েছে বলেও দাবি তৃণমূলের। এই সফরে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যেতে পারেন অভিষেক। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনি পথে বিজেপির হামলার মোকাবিলা করার রণকৌশলও করবেন তিনি। ত্রিপুরার বিধানসভা ভোট ক্রমশ এগিয়ে আসছে। সেই নির্বাচনে কোন পথে এগোবে তৃণমূল, তা নিয়েও পরিকল্পনা করবেন অভিষেক।
[আরও পড়ুন: বাসর রাত কাটিয়েই নতুন বউকে তালাক দিল বর! কী এমন ঘটল?]
বড়দিনের উৎসবের মধ্যেই অর্থাৎ ২৬ ডিসেম্বর গোয়া যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন ২৮ তারিখ পর্যন্ত। সেখানে যোগদান কর্মসূচি রয়েছে বলে খবর। এছাড়া সেখানকার কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেকের। তার পরই ত্রিপুরা উড়ে যাবেন তিনি।
ত্রিপুরায় পুরভোটে ঘাসফুল ফুটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সে রাজ্যের পুরভোটে ভোট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। কিন্তু তাতেই সন্তুষ্ট থাকতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং দলের নেতা-কর্মীদের বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় আরও বেশি করে ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন তিনি। সেই মতোই নতুন বছরের গোড়া থেকে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সর্বমুখী আন্দোলনে নামতে চলেছে তৃণমূল। এদিনও ১৫ দফা দাবিতে ত্রিপুরার বিভিন্ন প্রদেশের মহকুমা শাসকের দপ্তর অভিযান করে তৃণমূল নেতা-কর্মীরা। ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুবল ভৌমিকের মতো নেতারা। ৩ জানুয়ারি ত্রিপুরা রাজভবন অভিযান করবে তৃণমূল নেতা-কর্মীরা। সেই সময় আগরতলায় থাকবেন অভিষেক। তবে তিনি রাজভবন অভিযান কর্মসূচিতে থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়।