shono
Advertisement
Kulpi

বাড়ির অদূরে তৃণমূল নেতাকে কুপিয়ে 'খুন', কুলপিতে ব্যাপক উত্তেজনা

কে বা কারা খুন করল তাঁকে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 09:46 PM Dec 08, 2024Updated: 09:46 PM Dec 08, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা-আটটা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন।

Advertisement

বাড়ি থেকে তিন চার মিনিট দূরে রাস্তার উপরেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে এবং ধারাল অস্ত্র দিয়ে সারা শরীরে কোপায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরই পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুলপি গ্রামীন হাসপাতালে ওই তৃণমূল নেতাকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে।

তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে তৃণমূল কিছু জানায়নি। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, গ্রাম্য কোন বিবাদে জড়িয়ে পড়েছিলেন তাঁদের দলের ওই নেতা। সেই কারণেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ জানাননি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
এদিকে তৃণমূল নেতার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে।
  • মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা ছিলেন।
  • তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
Advertisement