রাজকুমার, আলিপুরদুয়ার: আদিবাসী নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ। ঘটনা জানাজানি হলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এমনই একাধিক অভিযোগ উঠল আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া ব্লকের তৃণমূল পরিচালিত খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বিরুদ্ধে। নিগৃহীতা মাদারিহাট থানায় ওই উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং। চলছে অভিযোগ এবং পালটা সাফাইয়ের পালা।
নিগৃহীতা নাবালিকার দাবি, চার বছর আগে তার বাবা-মা নেপালে কাজে যান। সেই সময় তৃণমূল পরিচালিত খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বাড়িতে তাঁরা নাবালিকাকে রেখে যান। অভিযোগ, সেই সুযোগে ওই তৃণমূল উপপ্রধান দিনের পর দিন তাকে ধর্ষণ করে। এদিকে, নেপাল থেকে ফেরার পরই বাবা-মাকে গোটা ঘটনাটি জানায় নাবালিকা। এরপরই তাঁরা মাদারিহাট থানায় যান। উপপ্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। মাদারিহাট থানার ওসি টি এন লামা বলেন, “পকসো আইনে মামলা হয়েছে। অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।”
[আরও পড়ুন: ফের সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, রাজ্যে মোট করোনার বলি সাতশোরও বেশি মানুষ]
যদিও প্রদীপ সূত্রধর নাবালিকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি জানান তিনি। এই ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে একের পর এক ধর্ষণ হচ্ছে। তবে পুলিশ ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার করছে না।” মাদারিহাট ব্লক তৃণমূল সভাপতি সঞ্জীব দত্ত বলেন, “বিষয়টি জেলা সভাপতিকে জানানো হয়েছে। আইন আইনের পথেই চলবে। অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই উপপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে আবার উপপ্রধানকে গ্রেপ্তারির দাবিতে সরব দু’টি আদিবাসী সংগঠন। অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
[আরও পড়ুন: বেসরকারি হাতে প্যাসেঞ্জার ট্রেন, রেলের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মীদের]
The post ৪ বছর ধরে আদিবাসী নাবালিকাকে ‘ধর্ষণ’, কাঠগড়ায় তৃণমূল উপপ্রধান appeared first on Sangbad Pratidin.