দেবব্রত মণ্ডল, ক্যানিং: ভোট পরবর্তী বাংলায় ফের খুন। এবার ক্যানিংয়ের জীবনতলায় পিটিয়ে এক তৃণমূল কর্মীকে খুন (TMC Leader Murdered) করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য় ছড়ায়। তবে খুনের কারণ এখনও অজানা। সূত্রের দাবি, দেনাপাওনা নিয়ে গন্ডগোলের জেরেই খুন। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ৭ নম্বর গ্রামের বাসিন্দা। স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি। তবে মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
[আরও পড়ুন: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা আর্থিক সাহায্যের]
পরিবারের দাবি. প্রতিবেশীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা চলছিল রবীন্দ্রনাথবাবুর। তার জেরেই এই কাণ্ড। নিয়মিত মদ্য়পান করতেন তিনি। কিন্তু বুধবার রাতে মদ্যপানের পর তৃণমূল বুথ সভাপতি অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। মেয়ের দাবি, মদের সঙ্গে অন্যকিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল। স্ত্রী আরও জানিয়েছেন, বাঁশ নিয়ে এলাকায় কয়েকজন ঘোরাঘুরি করছিল। তারাই রবীন্দ্রবাবুকে ডেকে নিয়ে গিয়েছিল। তারাই পিটিয়ে মেরেছেন বলে অভিযোগ পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি পুলিশ।