ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করছে বিজেপি (BJP)। অপমান করা হচ্ছে বিশ্বকবির। শুধু তাই নয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিয়েও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ শাসকদল তৃণমূলের। আর তারই মাঝে আরও একবার বিশ্বভারতীর উপাচার্যকে ‘পাগল’ বলে কটাক্ষ অনুব্রত মণ্ডলের। এবার বিশ্বভারতী নিয়ে সরাসরি রাজনীতি করারও হুঁশিয়ারি দিলেন তিনি।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হুঁশিয়ারি, “স্বরাষ্ট্রমন্ত্রী একশোবার বিশ্বভারতীতে আসতে পারেন। তবে যেখানে বসে তিনি ভিজিটার্স বুকে লিখলেন সেটা রবীন্দ্রনাথের। তার আমরা ধিক্কার জানাই। বাঙালিকে শেষ করা মুশকিল। এক পাগল ভিসি। ও যদি মনে করে যা খুশি তাই করব। তাহলে মানব না। এতদিন বিশ্বভারতী নিয়ে রাজনীতি করিনি। এবার করব। বিশ্বভারতীর ভিতরে ঢুকে পতাকা লাগিয়ে দেব ও যদি পাগলামি না ছাড়ে। ওর মস্তিষ্ক খারাপ বলে তো সকলের নয়। ওর অধিকার নেই বাঙালিকে ক্ষুন্ন করার।” জাতীয় সংগীতের অবমাননা সহ্য করব না বলেও জানান তিনি।
[আরও পড়ুন: ষড়যন্ত্র! কোন্নগর, হিন্দমোটর স্টেশনের বোর্ডে হিন্দি ভাষার লেখায় কালি মাখাল দুষ্কৃতীরা]
গত রবিবার ঠাসা কর্মসূচি নিয়ে বীরভূম সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নানা কাজের ফাঁকে রতনপল্লিতে বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। শোনেন গান। বাউলের বাড়িতে থাকা শিবমন্দিরে দেন পুজোও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত ৯০০ মিটার রাস্তায় রোড শোও করেন। তারই পালটা হিসাবে আগামী ২৯ ডিসেম্বর রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের দাবি, সেই রোড শোতে অংশ নেবেন কমপক্ষ ১ হাজার জন বাউল। তার মধ্যে অমিত শাহ যে বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন সেই বাসুদেব বাউলের থাকারও ইঙ্গিত দিয়েছেন বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বিধানসভা নির্বাচনের ঠিক আগে বীরভূমের লাল মাটিতে রোড শোয় ঠিক কেমন মানুষের ভিড় হয়, সেটাই এখন শাসকদল তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।