shono
Advertisement

‘কলা চোর সিপিএম’, বর্ধমানের ভাইরাল ভিডিও লুট হওয়া ফলের দোকান সাজিয়ে দিল তৃণমূল

নিজের বাগান থেকে কলা তুলে আনলেন তৃণমূল নেতা।
Posted: 09:41 PM Sep 03, 2022Updated: 09:45 PM Sep 03, 2022

সৌরভ মাজি, বর্ধমান: আইন অমান্য কর্মসূচি পালন করতে গিয়ে সিপিএম (CPM) কর্মী, সমর্থকরা বর্ধমানের ফল বিক্রেতার দোকানে কার্যত লুটপাট চালিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল (Video viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘কলা চোর সিপিএম’ হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে কটাক্ষের বন্যা বইতে থাকে। এর নেপথ্যে ছিল মূলত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর শনিবার তৃণমূল আরও একধাপ এগিয়ে গেল। লুট হওয়া দোকানগুলিতে নিজের বাগান থেকে পেড়ে আনা তিন কাঁদি কলা উপহার দিলেন পূর্ব বর্ধমানের (East Burdwan) তৃণমূল নেতা অপার্থিব ইসলাম (ফাগুন)।

Advertisement

শনিবার বর্ধমানের কার্জন গেট চত্বরেই বিভিন্ন দাবিতে সভা করে তৃণমূল (TMC)। খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম এদিন নিজের বাগানের তিন কাঁদি কলা (Banana) নিয়ে আসেন বর্ধমানে। গাড়ি থেকে কলার কাঁদি নামিয়ে কাঁধে করে সেই কলা নিয়ে হাজির হন ফল বিক্রেতা ধনেশ্বর সাউয়ের দোকানে গিয়ে কলার কাঁদি দেন তিনি। বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় দুস্থ, অসহায় মানুষের পাশে থাকার কথা বলেন। সেই আদর্শ মেনেই ওই ফল বিক্রেতার কাছে কলা নিয়ে যাই। সিপিএম গরিবের পেটে লাথি মেরেছে। কলা চুরি করেছে। ওই ফল‌ বিক্রেতার সেদিন যা ক্ষতি‌ হয়েছে, তা পুরোটা হয়তো পূরণ করতে পারিনি। কিন্তু আমরা তাঁর পাশে আছি, সেই বার্তা দিয়েছি সামান্য উপহার দিয়ে।”

[আরও পড়ুন: বিলকিস বিতর্কের জের! মৃত্যু পর্যন্ত জেলেই থাকতে হবে ধর্ষকদের, প্রস্তাব মধ্যপ্রদেশে]

গত বুধবার বর্ধমানে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল সিপিএম। সেই কর্মসূচি কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। সেই সময়ই কার্জন গেটের পাশে দুটি দোকানে লুটপাট চালানো হয়। কলা চুরি করতে দেখা যায় সিপিএম কর্মীদের। কলা চুরির ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। কয়লা চুরি, বালি চুরি, চাকরি দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করতে এসে কলা চুরির ঘটনা প্রকাশ্যে আসতে বিড়ম্বনায় পড়ে সিপিএম। যদিও নেতৃবৃন্দ দাবি করে তাদের কেউ জড়িত নয়। কলা চুরির ভিডিও ও বিভিন্ন মিম-এ সামাজিক মাধ্যমে সিপিএমের বিরুদ্ধে প্রচারে নামে তৃণমূল।

 

এদিন ক্ষতিগ্রস্ত সেই ফল বিক্রেতার পাশে দাঁড়ায় তৃণমূল। কলার কাঁদি পেয়ে তৃণমূলকে কৃতজ্ঞতা জানিয়েছেন ধনেশ্বর সাউ, সুবলচন্দ্র সাউরা। তৃণমূল এইভাবে পাশে থাকায় খুশি তাঁরা। অপার্থিব বলেন, “সিপিএম ৩৪ বছর ধরেই লুটের রাজত্ব চালিয়েছে। আবার সেই লুটের রাজনীতি করতে চাইছে। গরিবের কলা চুরি তারই প্রমাণ।”

[আরও পড়ুন: কৃষ্ণের নামে আশ্রমের অন্দরে মধুচক্র! মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ, সাধুকে গণধোলাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার