সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একুশের জুলাইয়ের আগে ভরতি হলেন হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আপাতত কয়েকদিন যোগাযোগের বাইরে থাকবেন বলেও খবর।
সবেমাত্র পঞ্চায়েত ভোট মিটেছে। নির্বাচনের সময় জেলায়-জেলায় ছুটেছেন কুণাল ঘোষ। এমনকী, নির্বাচনের ফলপ্রকাশের পরও নন্দীগ্রামে গিয়েছেন তিনি। সেখান থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছেন, গত ২০ দিনের মধ্যে দু’বার অসুস্থ হয়ে পড়লেন তিনি। কী কী সমস্যা হচ্ছে?
[আরও পড়ুন: প্রেমিকার ঘাড় বাঁকা, বিয়েতে নারাজ পরিবার! নাবালিকাকে সঙ্গে নিয়ে আত্মঘাতী যুবক]
কুণাল ঘোষ জানিয়েছেন, ভার্টিগোর সমস্যা হচ্ছে তাঁর। মাথা ঘোরাচ্ছে। বমি হচ্ছে। দাঁড়াতেও সমস্যা হচ্ছে তাঁর। তিনি আরও জানান, কোনও ওষুধ কাজ করছে না। গতকাল রাতে ইঞ্জেকশন নিয়ে ঘুমতে হয়েছে। এরপর এদিন সন্ধেয় তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। চার-পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে তৃণমূল মুখপাত্রকে। যার জন্য তাঁর ‘আফশোস’ হচ্ছে। পরিশেষে সংযোজন, ‘শরীর সাড়া দিচ্ছে না।’ কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময় বেশকিছু দিন হাসপাতালে ভরতি থাকতে হয়েছিল তাঁকে। এবার ফের ভার্টিগোর সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হল কুণাল ঘোষকে।