সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির বিরুদ্ধে স্লোগান নকল করার অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। বিজেপি ‘টুকলি’ করছে বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “বিজেপি এখন পরিবর্তনের ডাক দিচ্ছে। ওটা তো আমাদের স্লোগান। ২০১১ সালে আমরা এই স্লোগান দিয়েছিলাম। বিজেপি তো টুকলি করছে। নিজেদের মাথা থেকে কিছু বেরোয়নি। তাই আমাদের স্লোগানই চুরি করেছে। নতুন কিছু মাথা থেকে বের করুন।”
বৃহস্পতিবার কেশিয়াড়িতে নির্বাচনী সভা করলেন মমতা। সেখান থেকে বিভিন্ন ইস্যুতে নিজস্ব ঢঙেই বিজেপিকে বিঁধছিলেন তৃণমূল নেত্রী। সঙ্গে তুলে ধরছিলেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। বিজেপিকে বিঁধতে গিয়েই স্লোগান প্রসঙ্গ টেনে আনেন তিনি। এই সভা থেকেও কটাক্ষ করলেন, “বিজেপি (BJP) মিথ্যে কথার গ্যাস বেলুন, ভোটের আগে ক্যাশ বেলুন।”
[আরও পড়ুন : ‘কাজের জন্য বাইরে থাকলেও ঘরে ফিরুন’, সরাসরি পরিযায়ী শ্রমিকদের ভোট চাইলেন মমতা]
নবান্ন দখলের লড়াইয়ে বিজেপির হাতিয়ার পরিবর্তন স্লোগান। গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে, মমতা ২০১১ সালে পরিবর্তনের ডাক দিলেও রাজ্যে পরিবর্তন আসেনি। বরং দুর্নীতি, তোলাবাজি, রাজনৈতিক হিংসা বাংলায় ফুলে ফেঁপে উঠেছে। তাই ‘আসল পরিবর্তনে’র ডাক দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী-সহ তাবড়-তাবড় কেন্দ্রীয় নেতাদের গলাতেও শোনা গিয়েছে আসল পরিবর্তনের ডাক। এমনকী, প্রধানমন্ত্রী ব্রিগেডের সভা থেকে আসল পরিবর্তনের ব্যাখ্যাও দিয়েছেন। এবার বিজেপির সেই আসল পরিবর্তনের স্লোগান বিজেপি আদপে টুকলি করেছে বলে অভিযোগ করল তৃণমূল।
উল্লেখ্য, এর আগে বিজেপির বিরুদ্ধে স্লোগান চুরির অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি ছিল, বিজেপি বাংলাদেশের সোনার বাংলা স্লোগান চুরি করেছে। এবার তৃণমূলের পরিবর্তনের স্লোগান চুরির অভিযোগ আনলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই অভিযোগের জেরে জোর ধাক্কা খেল বিজেপি।