সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির শেখ শাহজাহানের খোঁজে হন্যে তদন্তকারীরা। ইডির দাবি, বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। তবে তারই মাঝে বিস্ফোরক দাবি রাজ্যপালের। সি ভি আনন্দ বোসের দাবি, “কয়েকজন নেতা ও পুলিশের সাহায্যেই পালিয়েছেন শাহজাহান।” অবিলম্বে তাঁকে গ্রেপ্তারির নির্দেশ রাজভবনের। শাহজাহান শেখের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে বলেও উল্লেখ বিবৃতিতে।
শুক্রবার সকালে সন্দেশখালির বাড়িতে শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে আক্রান্ত হন তিন ইডি আধিকারিক। তার পর থেকেই গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। আপাতত ফাঁকা সাম্রাজ্য। খাঁ খাঁ করছে তাঁর প্রাসাদোপম বাড়ি। বর্তমানে কোথায় রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান, তা এখনও জানা যায়নি। ইডি মনে করছে তৃণমূল নেতা পালিয়ে গিয়েছেন বাংলাদেশে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে।
[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]
শুক্রবার সকালে আক্রান্ত হওয়া তিন আধিকারিকের মধ্যে অঙ্কুর গুপ্তা নামে এক আধিকারিক শনিবার হাসপাতাল থেকে ছাড়া পান। শনিবার দুপুরে বসিরহাট জেলা পুলিশ ডিএসপি সানন্দা গোস্বামী সল্টলেকের বেসরকারি হাসপাতালে যান। বেরনোর সময় তিনি জানান, জখম ইডি আধিকারিকরা এখন ভালো আছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে।