বিক্রম রায়, কোচবিহার: ত্রিপুরায় বিজেপির রোষের শিকার তৃণমূল (TMC)। বারবার নেতাকর্মীদের আক্রান্ত হতে হয়েছে। ঝরেছে রক্তও। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়ালেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। বিজেপিকে রীতিমতো সতর্ক করতেও শোনা গেল তাঁকে।
শনিবার রাতে দিনহাটার বড়শাকদলে তৃণমূলের কর্মীসভা ছিল। সেখানেই একেবারে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে বসেন উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, “আপনাদের যেখানে ক্ষমতা আছে সেখানে তৃণমূলের নেতা কর্মীদের আক্রমণ করবেন। আর এখানে আপনাদের পুজো করব। এটা হবে না। সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।” কিছুটা হুঁশিয়ারির সুরে বিজেপি নেতা-কর্মীদের সতর্কও করেন তিনি। বিজেপির দলীয় পতাকা হাতে এলাকায় ঘোরাফেরা করলে আক্রমণের শিকার হতে পারেন বলেও হুঁশিয়ারি তৃণমূল নেতার। এর আগেও ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন উদয়ন গুহ। লিখেছিলেন, “ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা-কর্মীদের ভাল করে দেখাশোনা করতে হবে।”
[আরও পড়ুন: Arjun Singh-এর গড়ে BJP-তে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ বিদায়ী কাউন্সিলর-সহ বহু নেতা-কর্মীর]
এমনিতেই রাজনৈতিক সংঘর্ষে বারবারই উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের (Cooch Behar) দিনহাটা। বিজেপি-তৃণমূল সংঘর্ষের অভিযোগ উঠেছে বারবার। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ার অভিযোগেও সরব হয়েছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেও এলাকা একাধিকবার উত্তপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে উদয়ন গুহর এহেন হুমকির ফলে আবার দিনহাটার পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কা বিজেপির (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, উদয়ন গুহ এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে পদ্ম-শিবির।