shono
Advertisement

জন্মদিনে মেদিনীপুরের ‘বিশেষ উপহার’, আপ্লুত বিধায়ক জুন মালিয়া

জন্মদিনের সকাল সকালই এল একগুচ্ছ ফুল, কেক আর শুভেচ্ছাবার্তা।
Posted: 07:55 PM Jun 24, 2021Updated: 08:12 PM Jun 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের জন্মদিনটা একেবারেই অন্যরকম। বলা ভাল, অন্যবারের তুলনায় একটু বেশিই স্পেশাল। আর হবে নাই বা কেন? নিজ কেন্দ্র থেকে সকাল সকালই এল একগুচ্ছ ফুল, কেক আর জন্মদিনের শুভেচ্ছাবার্তা। মেদিনীপুরের মানুষেরা একটি ভিডিও-র মধ্যে দিয়ে বিশেভাবে শুভেচ্ছা জানান জুন মালিয়াকে (June Malia)। যা দেখে আপ্লুত তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক জুন। নিজের কেন্দ্র মেদিনীপুরের মানুষদের থেকে এরকম একরাশ ভালবাসা পেয়ে জুনের জন্মদিনের সকালটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠল। সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে ফোনে ধরা হলে জুনের কণ্ঠে সেই উচ্ছ্বাস ছিল স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: বিতর্কের মাঝেই ‘বেবি বাম্প’ নিয়ে শুটিং ফ্লোরে নুসরত, ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে]

সারাদিন কী করলেন জুন মালিয়া? ফোনের ওপারে মিষ্টি হাসি। জুন জানালেন, “সেরকম কিছু নয়। পরিবারের সঙ্গেই কাটিয়েছি। চাইনিজ খেতে ভালবাসি, তাই পরিবারকে সঙ্গে নিয়ে রেস্তরাঁয় চাইনিজ খেতে গিয়েছিলাম। তবে ডিনারের প্ল্যান একেবারেই বাড়িতে। মা-মাসিরা আসবেন। সবাইকে সঙ্গে নিয়ে বাড়িতেই আনন্দ করব।’

জন্মদিনেও ছুটি নেই জুন মালিয়ার। সাধারণ মানুষদের নিয়ে সবসময়ই ভেবে চলেছেন জুন। জন্মদিনের প্ল্যানের মাঝখানেই জুন জানিয়ে দিলেন, ‘সবাই খুব সাবধানে থাকুন। ইতিমধ্যেই করোনার আরেকটি ভেরিয়েন্ট চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি থেকে বাচ্চারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেকথা মাথায় রেখেই ইতিমধ্যেই আমার কেন্দ্রের হাসপাতালগুলোতে ৩০ টি বেডের ব্যবস্থা করছি, বাচ্চাদের জন্য স্পেশাল আইসিইউ-এরও ব্যবস্থা করা হচ্ছে। মায়েদের বলছি ভ্যাকসিন নিয়ে নিন। তাছাড়াও যেসব মায়েদের ভ্যাকসিন নেওয়া হয়নি, তাঁদের ভ্যাকসিনের বন্দোবস্ত করা হচ্ছে। যাতে বাচ্চা অসুস্থ হলে মা তার সঙ্গে হাসপাতালে থাকতে পারেন। ২৮ তারিখ আমি মেদিনীপুর যাচ্ছি। এসব নিয়ে নানাস্তরে আলোচনা করা হবে যাতে দ্রুত এটি শুরু যায়। তবুও আমি বলব, মায়েরা মাস্ক পরুন, বাচ্চাদেরও মাস্ক পরান।’

অভিনেত্রী হিসেবে জুন মালিয়ার কেরিয়ারের পথ খুব একটা সহজ ছিল না। জীবনে চড়াই-উতরাই দেখেছেন প্রচুর। তবুও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গিয়েছেন। মাটি থেকে উঠেছেন বলেই হয়তো এখনও মাটির মানুষ তিনি। তাই তো রাজনীতিতে এসে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পেরেছেন জুন। 

[আরও পড়ুন : গাড়ির স্টিয়ারিং হাতে পেয়ে এ কী করল ছোট্ট যুবান! ভিডিও পোস্ট করলেন রাজ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement