shono
Advertisement

Breaking News

এবার অভিনয়ে ডেবিউ মদন মিত্রের, কোন ছবিতে দেখা যাবে তৃণমূল বিধায়ককে?

অভিনেতা মদন মিত্রকে দেখার অপেক্ষায় রয়েছেন প্রায় সকলেই।
Posted: 03:24 PM Jan 06, 2022Updated: 03:32 PM Jan 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ক্রিজে ছক্কা হাঁকিয়েছেন। তাতে থেমে থাকেননি। নিজেকে বেঁধে রাখেননি রাজনীতির গণ্ডিতে। হাজার ব্যস্ততা সামলে ‘ওহ লাভলি’র মতো গান গেয়েছেন। শুধু কি তাই? তাঁর গাওয়া রবীন্দ্র সংগীতের কথাও আলাদা করে বলার কিছুই নেই।

Advertisement

আবারও নিজেকে ভাঙলেন। এবার অভিনয়ে ডেবিউ। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে ‘কালারফুল’ মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে। পরিচালক জ্যামি বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘হচপচ’-এ দেখা যাবে কামারহাটির তৃণমূল বিধায়ককে। নিজের নাম ভূমিকাতেই অভিনয় করছেন তিনি।

৯০ মিনিটের ছবি ‘হচপচ’। কৌস্তভ ঘোষ, কার্তিক এ ত্রিপাঠি, সৌমিত্র চক্রবর্তী ছবিতে অভিনয় করছেন। পরিচালক জ্যামি বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ঠিক কোন গল্পকে অবলম্বন করে এগোবে ছবি? পরিচালক জানান, দু’জন উঠতি গায়কের কেরিয়ারের ওঠাপড়াই মূলত ছবিতে তুলে ধরা হবে। ‘ওহ লাভলি’ ছাড়া তাদের কোনও গানই সেভাবে জনপ্রিয়তা পায়নি। নিজেদের প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টায় প্রতারণারও শিকার হন দু’জনে। এরপর ছবিতে মদন মিত্রের এন্ট্রি। আর তাঁর হাত ধরেই ওই দুই উঠতি গায়ক যেন নতুন জীবন পাবেন। তবে ছবির ক্ল্যাইম্যাক্স জানতে চাইলে দর্শকদের অপেক্ষা করতেই হবে। সিনেমা হল নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবি, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান পরিচালক।

[আরও পড়ুন: মল ত্যাগ না করে এবার দান করুন! চাহিদা তুঙ্গে, কেন জানেন?]

বুধবার কলম্বাস ডিজিপ্লেক্সে ছবির ডাবিংয়ের কথা ছিল। সেখানে নির্দিষ্ট সময়মতো ডাবিং করতেও যান মদন মিত্র। কামারহাটির ‘কালারফুল’ বিধায়ক যেখানে যাবেন, সেখানে ভিড় হবে না তা অসম্ভব। পরিচালকও একই অভিজ্ঞতার কথাই জানান। মজার ছলে তিনি জানান, “ভিড় সামলাতে গিয়ে ডাবিংয়ের কোনও কাজই হয়নি।”

তবে উন্মাদনা বেশ উপভোগ করছেন মদন মিত্র। জনগণ এবং সংবাদমাধ্যম আগলে রেখেছেন বলেই তিনি রয়েছেন, দাবি তৃণমূল বিধায়কের। আর অভিনয় করে তাঁর একটাই অনুভূতি ‘ওহ লাভলি’। আপাতত অভিনেতা মদন মিত্রকে দেখার অপেক্ষায় রয়েছেন প্রায় সকলেই।

[আরও পড়ুন: বোতলে বাতকর্ম বিক্রি করে মোটা টাকা উপার্জন! তরুণীর পরিণতি কী হল জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement