টিটুন মল্লিক, বাঁকুড়া: আয়কর আধিকারিকদের (Income Tax Raid) মুখোমুখি বিধায়ক তন্ময় ঘোষ। রাতভর তল্লাশি চলেছে বিধায়কের দপ্তর, মদের দোকান ও চালকলে। বৃহস্পতিবার সকালে কালো কাঁচে ঢাকা গাড়িতে চেপে চূড়ামণিপুরের চালকলে উপস্থিত হন তৃণমূল বিধায়ক। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে আয়কর আধিকারিকরা।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের মদের দোকান, বার এবং চালকের মালিক। বুধবার সকালে প্রথমে তাঁর বাড়ি, দপ্তর এবং মদের দোকানে হানা দেয় আয়কর আধিকারিকরা। এর পর চূড়ামণিপুরের চালকলেও শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দপ্তর, মদের দোকান এবং চালকল ঘিরে রেখেছে। চালকলের আয়ব্যয়ের হিসেব খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত ফাইল খতিয়ে দেখছে ৭-৮ জনের একটি দল। মদের দোকানের লেদার বুকও পরীক্ষা করে দেখছেন আয়কর দপ্তরের কর্তারা। সূত্রের খবর, বিধায়কের চালকলে রেশনের প্রচুর সামগ্রী রাখা থাকে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: ইডি দপ্তরে হাজিরা অভিষেকের]
জানা গিয়েছে, তল্লাশি শুরুর সময় বিধায়ক কলকাতায় ছিলেন। রাতভর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এদিন সকালে কালো গাড়ি চেপে তিনি চালকলে হাজির হন। সংবাদমাধ্যমের কারও কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। সূত্রের খবর, চালকলের আয়ব্যয়, মদের দোকানের আয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে, বিষ্ণুপুরের বিধায়ক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।