নন্দিতা রায়, নয়াদিল্লি: চিন (China) থেকে চাহিদা কম হতেই দেশের আকরিক লোহা (আয়রন ওর) রপ্তানি হু হু করে কমে গিয়েছে সেকথা কার্যত স্বীকার করে নিয়েছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এক লিখিত প্রশ্নর জবাবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের দেওয়া উত্তর থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
চিন থেকে চাহিদা কম হতেই কি দেশের আকরিক লোহা রপ্তানি কমে গিয়েছে? অভিষেকের এই প্রশ্নের জবাবে মন্ত্রী আকরিক লোহা রপ্তানির বিষয়টি দামের প্রতিযোগিতা থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে চাহিদা-সহ নানান বিষয়ের উপর নির্ভর করে বলেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। আবার সরকার রপ্তানি বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করছে? অভিষেকের প্রশ্নের উত্তরে পরিস্থিতি শোধরানোর জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে বলার পাশাপাশি কী কী করা হচ্ছে সেকথাও জানিয়েছেন প্যাটেল।
[আরও পড়ুন: হাসপাতালের আলমারিতে মেয়ের দেহ, বিছানার নিচে পড়ে মা, গুজরাটে জোড়া মৃত্যু ঘিরে রহস্য]
মন্ত্রীর দুই জবাব থেকে এটা স্পষ্ট যে দেশের আকরিক লোহার রপ্তানি কম হয়ে গিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে আগেই জানা গিয়েছিল গত সেপ্টেম্বর মাসে দেশের আকরিক লোহা রপ্তানির পরিমাণ ছিল শূন্য। তবে, চলতি ডিসেম্বর মাসে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে।
এদিকে, সংসদে এদিনই নানা ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে দলীয় সাংসদ জহর সরকার মনরেগা, একশো দিনের প্রকল্পে বাংলার বকেয়া আটকে রাখা এবং এই প্রকল্পে বাংলার বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে বলে সরব হয়েছেন। জিরো আওয়ারে তিনি দাবি করেন, কেন্দ্র আইএএস (ক্যাডার) রুলে যে সংশোধনী আনতে চাইছে তা প্রত্যাহার করতে হবে। বিশেষ উল্লেখ পর্বে দোলা সেন পাটের বস্তা বাধ্যতামূলক ব্যবহারের দাবি করেন। সবমিলিয়ে সংসদের দুই কক্ষেই কেন্দ্রের মোদি সরকারকে চাপে ফেলেছে তৃণমূলের সাংসদরা।