shono
Advertisement

কয়লা মাফিয়া রাজু খুনে ‘বড় মাথা’, প্রাণহানির আশঙ্কা আবদুল লতিফেরও, বিস্ফোরক অর্জুন সিং

দু্র্গাপুরে কয়লা মাফিয়া রাজুর বাড়িতে যান তৃণমূল সাংসদ অর্জুন সিং।
Posted: 03:31 PM Apr 07, 2023Updated: 03:49 PM Apr 07, 2023

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা’র হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। নেপথ্যে রয়েছে বড় কোনও মাথা। প্রাণহানির আশঙ্কা রয়েছে আবদুল লতিফেরও। দু্র্গাপুরে রাজুর বাড়ির সামনে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং।

Advertisement

শুক্রবার রাজুর বাড়িতে যান অর্জুন সিং। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল সাংসদের দাবি, রাজু একজন ব্যবসায়ী। তাই তাঁর শত্রু থাকতেই পারে। পরিকল্পনামাফিক রাজুকে খুন করা হয়েছে সে ব্যাপারে যেন একেবারে নিশ্চিত অর্জুন সিং। কয়লা মাফিয়া রাজুর খুনের চক্রান্তকারী বড় কোনও মাথা বলেও দাবি। পুলিশ চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারেন বলেই মত তৃণমূল সাংসদের।

[আরও পড়ুন: ‘প্রথমে ওর বাবাকে মারলাম, তারপর মাকে, তারপর দিদিকে…’, আশ্চর্যরকম নির্লিপ্ত শীতলকুচি কাণ্ডের ‘খুনি’]

যেকোনও মুহূর্তে আবদুল লতিফও খুন হতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেন অর্জুন সিং। উল্লেখ্য, বীরভূমের ইলামবাজার গরুহাটের ‘সর্বেসর্বা’ আবদুল লতিফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নিহত রাজুর। সেই আবদুল লতিফের গাড়ি (নম্বর: WB48D7032)-তেই খুন হন রাজু। গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন আবদুল লতিফ। তাকে ইতিমধ্যেই দিল্লিতে তলব করেছে ইডি। যত তাড়াতাড়ি সম্ভব  অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যু তদন্তে নয়া মোড়, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার