নন্দিতা রায়, নয়াদিল্লি: ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালীন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাঁর বচসা প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, আগে তাঁর মা-বাবা-স্ত্রীকে নিয়ে কুকথা বলেছিলেন অভিজিৎ। পাশাপাশি জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের পক্ষপাতিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।
এদিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আইন শৃঙ্খলা সম্পর্কে আমার বিরাট শ্রদ্ধা রয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে আমার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছেন। ওই দিন, প্রথমে নাসিরের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। আমি তখন জানতে চাই অভিজিৎ চিৎকার করছেন। এর পরই তিনি আমাকে নিগ্রহ করতে শুরু করেন। আমার মা, বাবা, স্ত্রী সকলকে নিয়ে কুকথা বলেছিলেন। সেই সময় জেপিসির চেয়ারম্যান সেখানে ছিলেন না। পরে তিনি আসতেই আমার প্রতি কড়া মনোভাব দেখালেন। কিন্তু অভিজিতের প্রতি নরম মনোভাব দেখান। এতেই আমি বিরক্তি হয়ে পড়ি। টেবিলের উপরে বোতল ভেঙে ফেলি। কিন্তু চেয়ারম্যানের দিকে বোতল ছোড়ার কোনও উদ্দেশ্যই ছিল না। চেয়ারম্যানের কোনও অধিকারই নেই সদস্যকে সাসপেন্ড করার। একমাত্র স্পিকার পারেন।''
প্রসঙ্গত, এই ঘটনায় জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এদিকে এপ্রসঙ্গে জগদম্বিকার দাবি, “যা ঘটেছে তা অত্যন্ত অনভিপ্রেত, নজিরবিহীন এবং অসংসদীয়। আমার চার বারের সাংসদ জীবনে এই ঘটনা কখনও দেখিনি। আশা করব উনি এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। বিরোধিতার একটি প্রক্রিয়া থাকে। মতভেদ হতেই পারে। কিন্তু আজ যে ঘটনা ঘটেছে তা আমরা কল্পনাও করতে পারি না। শুধু বোতল ছুড়ে মারা নয়, প্রথমে বোতল ভেঙে তার পর ছুড়ে মারা হয়েছে। কাল কেউ রিভলভার নিয়েও চলে আসতে পারে। অত্যন্ত দুঃখের সঙ্গে আজ এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে।”