সুমন করাতি, হুগলি: গত লোকসভা ভোটের প্রচার যখন তুঙ্গে, তখন কাঞ্চনকে প্রথমে প্রচারের ফাঁকে জিপ থেকে নামিয়ে দিয়েছিলেন। পরে তাঁকে ছাড়াই মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন। তবে ৬ লাখি বিল বিতর্কে সেই কাঞ্চন মল্লিকেরই পাশে দাঁড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের তারকা বিধায়কের কোনও অন্যায়ই দেখছেন না সাংসদ। পরিবর্তে চিকিৎসকদের উপর দায় ঠেলেছেন তিনি।
বড়দিনে শেওড়াফুলিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে কাঞ্চন ও শ্রীময়ীর সন্তান জন্মের খরচ বাবদ ৬ লাখ টাকার নার্সিংহোমের বিল প্রসঙ্গে কথা বলেন তিনি। কটাক্ষের সুরে বলেন, "গরিবদের জন্য স্বাস্থ্যসাথী। আর তৃণমূল বিধায়কের ৬ লক্ষ বিল?" কাঞ্চন মল্লিককে 'বগা' বলেও উল্লেখ করেন সুকান্ত। এরপর শ্রীরামপুরে এক অনুষ্ঠানে কল্যাণ কাঞ্চন মল্লিকের পাশে দাঁড়ান। বলেন, "এই বিষয়ে আমি কাঞ্চনের অন্যায় দেখছি না। নার্সিংহোম বিল করেছে, এতে কাঞ্চনের দোষ কোথায়? ডাক্তাররা আন্দোলন করছেন করুন। কিন্তু এত বিল করেন কেন?" সুকান্ত মজুমদারের কটাক্ষেরও জবাব দেন বর্ষীয়ান সাংসদ। বলেন, " সুকান্ত মজুমদার জানেন না বিধায়করা স্বাস্থ্যসাথী পান না? ফচকে ছেলে একটা।"
এদিন সকালে কাঞ্চনের পাশে দাঁড়িয়ে X হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল ঘোষও। তিনি স্পষ্ট জানান, কাঞ্চন এখনও বিল জমা দেননি। ৬ লক্ষ টাকা বিল জমা দিতে পারেন কিনা, তা বিধানসভায় আলোচনা করেছেন। বিধায়করা সাধারণ চিকিৎসার খরচখরচা পান। সেক্ষেত্রে বিল বিধানসভায় জমা দিলেও 'দোষ হত না' বলেও দাবি কুণালের। তাঁর মতে, কাঞ্চনের সমালোচনা না করে কেন বিল এত বেশি, তা নিয়ে আলোচনা করা প্রয়োজন।
বলে রাখা ভালো, ঠিক দীপাবলির পরই সুখবর জানান কাঞ্চন মল্লিক। বিয়ের মাত্র আটমাসের মাথায় দ্বিতীয়বার বাবা হন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে আসে ফুটফুটে কন্যাসন্তান। শহরের বিখ্যাত বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সন্তান জন্মের পর সোশাল মিডিয়ায় নানা আদরমাখা মুহূর্ত ভাগও করে নেন তিনি। ওই বেসরকারি হাসপাতালের বিল নিয়েই চলছে জোর কাটাছেঁড়া।