shono
Advertisement

ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ

সুদীপের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়৷ The post ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM May 21, 2017Updated: 03:28 AM May 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ছাড়া পেলেন জামিনে মুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই ভুবনেশ্বর থেকে বিমানে কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, শুক্রবার সকালে ওড়িশা হাই কোর্ট জামিন দেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ ২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তাধীন জামিন পান রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদ৷ অসুস্থতার কারণে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়৷ সূত্রের খবর, এদিন জামিনের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ছাড়া পান সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

উল্লেখ্য, তিনটি শর্তে সুদীপকে জামিন দেয় আদালত৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে৷ রোজভ্যালি-কাণ্ডে তিনি কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না৷ সিবিআইয়ের আইনজীবী আদালতে প্রভাবশালী তত্ত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করলেও আদালত সেই আর্জি খারিজ করে দেয়৷ প্রায় সাড়ে চার মাস পর জামিন পান সুদীপ৷

বস্তুত, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গত ৩ জানুয়ারি গ্রেপ্তার করে সিবিআই। তারপর থেকে দফায় দফায় তাঁকে জেরা করা হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তাঁর থেকে বেশ কিছু তথ্য মিলছে যা তদন্তে সহায়ক। কৃষ্ণনগরের সাংসদ তাপস পালকেও রোজভ্যালি কাণ্ডে হেফাজতে নেয় সিবিআই৷ গ্রেপ্তারের পরই দু’জনকেই নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের সংশোধনাগারে৷ সুদীপবাবু এমনিই অসুস্থ৷ জেলবন্দি অবস্থায় তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়৷ তাঁকে দফায় দফায় হাসপাতালে ভর্তি করতে হয়৷ তখন তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী৷

The post ছাড়া পেলেন সুদীপ, বিকেলেই কলকাতায় ফিরতে পারেন সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার