shono
Advertisement
Sukhendu Sekhar Roy

ছিটকে গেল মিডল স্টাম্প! সন্দীপ গ্রেপ্তার হতেই পোস্ট সুখেন্দুর, 'এর পর কী?', প্রশ্ন সাংসদের

আর কী লিখলেন  বর্ষীয়ান রাজনীতিবিদ?
Published By: Paramita PaulPosted: 09:00 PM Sep 02, 2024Updated: 09:25 PM Sep 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। কী লিখলেন  বর্ষীয়ান রাজনীতিবিদ?

Advertisement

আর জি কর ইস্যুতে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন। একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছিলেন তিনি। সোমবার রাতে সন্দীপ গ্রেপ্তার হতেই এক্স হ্যান্ডেলে একটি উইকেটের ছবি পোস্ট করেন তিনি। যার মাঝের স্ট্যাম্পটি ভাঙা। সঙ্গে লেখা, 'মাঝের স্টাম্প তো ভাঙল। এর পর কী?' এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

 

[আরও পড়ুন:  ১৫ দিন টানা জেরা, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ]

রবিবারাই মানুষের বিক্ষোভে  বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়েছিলেন সুখেন্দুশেখর। লিখেছিলেন, '১৭৮৯ সালের জুলাই…। বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের।' এর পর এদিন উইকেট ছিটকে দেওয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।  

 

শুধু সুখেন্দুশেখর নন, আর জি করের প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারির পর মুখ খুলেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। আর আগে একাধিকবার সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। এদিন বললেন, "প্রমাণ হল আমি মিথ্যা বলিনি। ঈশ্বর বিচার করেছেন।" 

[আরও পড়ুন: সায়নের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
  • আর জি কর ইস্যুতে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়।
  • মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন।
Advertisement