ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: হাতে মাত্র আর দু’দিন, তার পরেই আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে বিশেষ দিনটিকেই বেছে নিল তৃণমূল। ৮ মার্চে বাড়ি-বাড়ি মহিলাদের কাছে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। আবিরের সঙ্গে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নারী সুরক্ষা, নারী উন্নয়নে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, সে বিষয়টি তুলে ধরবেন দলীয় প্রতিনিধিরা।
সারা বছরই রাজ্য়বাসীর জন্য কোনও না কোনও কর্মসূচি নিয়ে থাকে তৃণমূল। মানুষের কাছে পৌঁছে যান তাঁরা। বর্তমানে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। তারই অংশ হিসেবে মহিলাদের কাছে বিশেষ বার্তা পাঠাবে ঘাসফুল শিবির।
[আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রেমিকার সঙ্গে অশান্তির মাঝেই বাগুইআটিতে যুবকের রহস্যমৃত্যু! খুন নাকি আত্মহত্যা?]
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩৬ সাংগাঠনিক জেলার ১০ হাজার বাড়িতে পৌঁছে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধি দল। বাড়ির মহিলারা এ রাজ্যে কতটা সুরক্ষিত, সেই বিষয় তুলে ধরবেন তাঁরা। হোলির দিন আবির-সহ শুভেচ্ছাবার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে। শুভেচ্ছা বার্তায় লেখা হচ্ছে, “হোক আনন্দ অনন্ত, দিদির কবচে সুরক্ষিত মেয়েদের জীবন বসন্ত।” এর পাশাপাশি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ছোট অনুষ্ঠান করবে রাজ্যের শাসকদল।
রাজনৈতিক মহল মনে করছে, সামনেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে মহিলা ভোটকে টার্গেট করছে তৃণমূল। সেই লক্ষ্যেই এই উদ্য়োগ। তৃণমূলের দাবি, তারা সারা বছরই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে। নারীদিবসে মহিলাদের শুভেচ্ছা জানাতেই তাদের এই উদ্যোগ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।