shono
Advertisement

তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা মমতার, ফের সভাপতি সুব্রত বক্সি, দায়িত্ব পেলেন অভিষেক, চন্দ্রিমা, রাজ

ফের মহাসচিব হলেন পার্থ চট্টোপাধ্যায়।
Posted: 02:05 PM Mar 08, 2022Updated: 07:02 PM Mar 08, 2022

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে নাম না করে দলের একাংশকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এরপরই দলের রাজ্য কমিটি ঘোষণা করেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক, কোন দায়িত্ব পেলেন কে।

[আরও পড়ুন: সবস্তরের নেতাদের নিয়ে নজরূল মঞ্চে বৈঠক মমতার, রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা]

দলের মহাসচিব-পার্থ চট্টোপাধ্যায়

রাজ্য সভাপতি- সুব্রত বক্সি

সহ-সভাপতি- অমিত মিত্র

রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য

রাজ্য কমিটির সহ-সভাপতি –  সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।

সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু,  তন্ময় ঘোষ ও অন্যান্যরা।

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার]

সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী

মিডিয়া সেলের দায়িত্বে- অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়।

ছাত্র পরিষদের চেয়ারম্যান- জয়া দত্ত

সভাপতি- তৃণাঙ্কুর ভট্টাচার্য

বেশ কয়েকটি জেলার সভাপতির নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ

নদিয়া উত্তরের সভাপতি- কল্লোল খান।

উল্লেখ্য, কমিটি ঘোষণার পাশাপাশি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেত্রী। মমতার সাফ কথা, “উলটো-পালটা বলে ভাইরাল হওয়া চলবে না। আপনাদের শেষ সুযোগ। যদি মনে করেন আপনি জিতে দলকে কৃতার্থ করেছেন, তাহলে আপনার জন্য দলের রাস্তা খোলা আছে। তৃণমূল কংগ্রেস দল করলে আদর্শ নিয়ে করতে হবে। লড়াই করতে হবে। তৃণমূলের আদর্শ নিয়ে চলতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার