shono
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘জয় হিন্দ’লেখা পোস্টকার্ড পাঠাচ্ছে তৃণমূল

বিভিন্ন পোস্ট অফিস থেকে কয়েক হাজার পোস্টকার্ড সংগ্রহ করে ফেলেছেন দলের কর্মীরা। The post প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘জয় হিন্দ’ লেখা পোস্টকার্ড পাঠাচ্ছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:11 PM Jun 04, 2019Updated: 05:12 PM Jun 04, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: স্রেফ দিলীপ ঘোষ, অর্জুন সিং কিংবা বাবুল সুপ্রিয়ই নন, এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘জয় হিন্দ’ লেখা পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

Advertisement

[ আরও পড়ুন:একের পর এক ‘জয় বাংলা’ মেসেজ আসছে ফোনে, বিরক্ত হয়ে এটাই করলেন বাবুল]

লোকসভা ভোটে এ রাজ্য থেকে ১৮টি আসনে জিতে চাঙ্গা গেরুয়া শিবির। রাজ্যে বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের দেখলেই এখন ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। এমনকী, দিন কয়েক আগে নৈহাটি যাওয়ার পথে ভাটপাড়ায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনেও শোনা গিয়েছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। মেজাজ হারিয়ে যাঁরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছিলেন, তাঁদের মেরে চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ভিডিও আবার ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিড়ম্বনায় পড়তে হয় এ রাজ্যের শাসকদলকে। পরিস্থিতি মোকাবিলায় পালটা  ‘জয় হিন্দ-জয় বাংলা’ স্লোগান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, অর্জুন সিংয়ের মতো বিজেপির নেতা-মন্ত্রীদের ব্যক্তিগত নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কর্মীদের ওই নম্বর ‘জয়হিন্দ-জয়বাংলা’ লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার নিশানায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘জয়হিন্দ-জয়বাংলা’ লেখা পোস্টকার্ড পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন পুর এলাকায় একাধিক পোস্ট অফিস থেকে ছাপানো ও আসল মিলিয়ে কয়েক হাজার পোস্টকার্ড সংগ্রহও করে ফেলেছেন দলের কর্মী-সমর্থকরা। আসল পোস্টকার্ডে ছাপানো অক্ষরে লেখা ‘জয়হিন্দ-জয় বাংলা’, ছাপানো পোস্টকার্ড নিজের হাতেই স্লোগান লিখেছেন তৃণমূল কর্মীরা। সিদ্ধান্ত হয়েছে, দিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনের ঠিকানা লিখে পোস্টকার্ডগুলি রাস্তার পাশে থাকা লেটার বক্সে ফেলা হবে।  

[আরও পড়ুন: কালীঘাটে কৈলাসের কনভয়কে ঘিরে ‘জয় হিন্দ’ স্লোগান, বিক্ষোভ তৃণমূলের]

The post প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ‘জয় হিন্দ’ লেখা পোস্টকার্ড পাঠাচ্ছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement